ডায়াল সিলেট ডেস্ক;-
হবিগঞ্জের চুনারুঘাটে চানপুর চা-বাগানে বিয়ের বাড়িতে গিয়ে পুকুরের পানিতে ডুবে তিন শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। মঙ্গলবার (১৪ অক্টোবর) দুপুরে এ ঘটনাটি ঘটে।
নিহতরা হলেন— উপজেলার রামগঙ্গা এলাকার সেলিম মিয়ার মেয়ে মোছকান আক্তার (১৩), সাজিদ আলীর মেয়ে শামীমা আক্তার (১২) ও মজিদ আলীর মেয়ে ছানিয়া আক্তার (৯)।
স্থানীয়রা জানান, বিয়ের অনুষ্ঠানে পরিবারের সঙ্গে শিশুরা অংশ নেয়। অনুষ্ঠান চলাকালে তারা খেলতে খেলতে পাশের পুকুরে গোসল করতে নামে। একে একে তিনজনই পানিতে তলিয়ে যায়। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে চুনারুঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
চুনারুঘাট থানার ওসি জাহিদুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
এ ঘটনায় এলাকায় নেমে এসেছে গভীর শোকের ছায়া।

