ডায়াল সিলেট ডেস্ক:-
সিলেটের ফেঞ্চুগঞ্জে একাধিক মামলার পলাতক আসামি সেলিম মিয়া ওরফে ‘কলা মস্তান’কে মাদকসহ গ্রেফতার করেছে ফেঞ্চুগঞ্জ থানা পুলিশ।
শুক্রবার (১৭ অক্টোবর) রাত ১০টার দিকে ফেঞ্চুগঞ্জ বাজার এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতার কৃত সেলিম মিয়া উপজেলার মল্লিকপুর গ্রামের হোসন মিয়ার পুত্র।
পুলিশ জানায়, মাদক মামলায় ৩৬ দিন জেল খাটার পর সম্প্রতি জামিনে মুক্তি পান সেলিম। তবে জামিনে বের হওয়ার ১০ দিনের মধ্যেই তিনি আবারও মাদক ব্যবসায় জড়িয়ে পড়েন। এ তথ্যের ভিত্তিতে শুক্রবার রাতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারের সময় তার কাছ থেকে ২২ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছেন ফেঞ্চুগঞ্জ থানার এসআই শরীফুল ইসলাম।
তিনি আরও জানান, সেলিম মিয়ার বিরুদ্ধে মাদকসহ বিভিন্ন অভিযোগে একাধিক মামলা রয়েছে। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নতুন একটি মামলা রুজু করা হয়েছে। মামলার প্রক্রিয়া শেষে তাকে আদালতে সোপর্দ করা হবে।

