ডায়াল সিলেট ডেস্ক:-

সিলেটের সুরমা বাইপাস পয়েন্টে অভিযান চালিয়ে ভারতীয় চোরাই শাড়ির একটি বিশাল চালানসহ দুই চোরাকারবারিকে আটক করেছে শাহপরান থানা পুলিশ।

রোববার (১৯ অক্টোবর) সকাল ৮টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে চালানো অভিযানে কাভার্ড ভ্যানে লুকানো অবস্থায় এসব চোরাই পণ্য উদ্ধার করা হয়।

আটককৃতরা হলেন—সিলেটের জৈন্তাপুর উপজেলার হরিপুর এলাকার আনজব আলীর ছেলে আজির উদ্দিন (৫৫) এবং কুষ্টিয়ার দৌলতপুর থানার চর সাদিপুর গ্রামের মো. নাসিরের ছেলে মোহাম্মদ রয়েল ইসলাম (২৮)।

এ তথ্যটি নিশ্চিত করেছেন সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (মিডিয়া) মোহাম্মদ সাইফুল ইসলাম।

তিনি জানান, সুরমা বাইপাস এলাকায় তল্লাশির সময় ঢাকা মেট্রো-ন ১৬-১৮০৯ নম্বরের একটি কাভার্ড ভ্যান থেকে ৫৬টি বস্তায় মোট ১,৪৮২ পিস ভারতীয় কাতান শাড়ি এবং অন্যান্য ব্র্যান্ডের আরও ৫৮৯টি শাড়ি জব্দ করা হয়।

পুলিশ সূত্রে জানা যায়, জব্দকৃত শাড়ির আনুমানিক বাজারমূল্য প্রায় ৭১ লাখ ৬ হাজার টাকা। এছাড়া কাভার্ড ভ্যানটিও জব্দ করে থানায় নেওয়া হয়েছে।

আটককৃতদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানিয়েছেন পুলিশ কর্মকর্তা সাইফুল ইসলাম।

0Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *