ডায়াল সিলেট ডেস্ক:-
সিলেটের কোম্পানীগঞ্জে ধলাই নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনের সময় অভিযান চালিয়ে পুলিশ সোমবার (২০ অক্টোবর) দুপুর ১টার দিকে ৪টি বারকি নৌকা জব্দ এবং একজনকে আটক করেছে।
কোম্পানীগঞ্জ থানার ওসি রতন শেখ জানান, দীর্ঘদিন ধরে অবৈধ বালু উত্তোলনের কারণে ধলাই ব্রীজ ঝুঁকির মুখে পড়েছে। নদী ও পরিবেশ রক্ষায় পুলিশ নিয়মিত অভিযান চালাচ্ছে।
স্থানীয়রা জানান, প্রায়ই রাতের বেলায়ও নদীর পাশে পুলিশ ও আনসার সদস্যদের নজরদারি করতে দেখা যায়। তবে অবৈধ বালু উত্তোলন বন্ধ হচ্ছে না। ওসি রতন শেখ আরও বলেন, “নদী থেকে বালু উত্তোলন রোধে অভিযান অব্যাহত থাকবে।”

