২৫শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ

মানব সেবা

এবার লকডাউনে ক্ষতিগ্রস্থদের ১০কোটি ৫০ লাখ টাকা বরাদ্দ – প্রধানমন্ত্রী শেখ হাসিনা

এবার লকডাউনে ক্ষতিগ্রস্থদের ১০কোটি ৫০ লাখ টাকা বরাদ্দ – প্রধানমন্ত্রী শেখ হাসিনা

জাতীয় ডেস্ক ::

দেশে চলমান করোনাভাইরাসের দ্বিতীয় ঢেউ লকডাউনের কারণে এবার ক্ষতিগ্রস্তদের সহায়তার জন্য সাড়ে ১০ কোটি ৫০ লাখ টাকা বরাদ্দ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ প্রধানমন্ত্রীর সহকারী প্রেস সচিব এম. এম. ইমরুল কায়েস এ তথ্য জানান। পর পর দেওয়া চলাচল নিষেধাজ্ঞায় ক্ষতির মুখে পড়েছে বহু দরিদ্র, দুঃস্থ, ভাসমান এবং অসচ্ছল মানুষজন।

প্রেস সচিব বলেন, ‘করোনাভাইরাসের কারণে চলমান লকডাউনে ক্ষতিগ্রস্ত দরিদ্র, দুস্থ, ভাসমান এবং অসচ্ছল মানুষকে সহায়তার লক্ষ্যে জেলা প্রশাসকগণের অনুকূলে ১০ কোটি ৫০ লাখ টাকা বরাদ্দ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বরাদ্দকৃত এই টাকা দিয়ে জেলা প্রশাসকগণ লকডাউনে ক্ষতিগ্রস্ত দরিদ্র, দুস্থ, ভাসমান এবং অসচ্ছল মানুষকে নানা সহায়তা দেবেন।

উল্লেখ্য, গত বছর দেশে করোনাভাইরাসের প্রকোপ দেখা দিলে সারা দেশে লকডাউন শুরু হয়। পরবর্তীতে তা সাধারণ ছুটি হিসেবে বাড়তে থাকে। এ সময় মোট ৭২ হাজার ৭৫০ কোটি টাকা প্রণোদনা ঘোষণা করেন প্রধানমন্ত্রী। যা জিডিপির প্রায় ২ দশমিক ৫২ শতাংশ ছিল। এবারও ক্ষতিগ্রস্ত দরিদ্র, দুস্থ, ভাসমান এবং অসচ্ছল মানুষকে ১০ কোটি ৫০ লাখ টাকা বরাদ্দ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।