৪ঠা ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

সচেতনতায় আমরা

নগরীর সুরমা মার্কেট বদরুল আবাসিক হোটেলে অসামাজিক কার্যকলাপে লিপ্ত ৭জন আটক

নগরীর সুরমা মার্কেট বদরুল আবাসিক হোটেলে  অসামাজিক কার্যকলাপে লিপ্ত ৭জন আটক

ডায়ালসিলেট ডেস্ক ::

সিলেট নগরীর সুরমা মার্কেট বদরুল আবাসিক হোটেলে অসামাজিক কার্যকলাপে লিপ্ত হওয়ায় নারী-পুরুষসহ ৭জনকে আটক করেছে কোতোয়ালী থানা পুলিশ।

গোপন সংবাদের ভিত্তিতে সোমবার আড়াইটার দিকে বন্দরবাজার পুলিশ ফাঁড়ীর ইনচার্জ এসআই মোঃ মোস্তাফিজুর রহমান এর নেতৃত্বে নগরীর বন্দরবাজার এলাকার সুরমা মার্কেট বদরুল আবাসিক হোটেল অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করা হয়।

আটককৃতদের মধ্যে ২ জন নারী ও ৫ জন পুরুষসহ মোট ৭ জনকে আটক করা হয়েছে। গ্রেফতারকৃতরা হলো ০১. সিলেটের মোগলাবাজার,মাখন মিয়ার ছেলে শায়েখ আহম্মেদ (১৮) ২. সুনামগঞ্জ জেলার ভুতিয়ারাপুর গ্রামের ফজলু মিয়ার ছেলে রুবেল মিয়া (২০) ৩. মোগলাবাজার, সুরিগাও এর মোতাহার আলীর ছেলে সাকিব আহমেদ (২০), ৪. ওসমানী নগরের তৈয়ব আলীর ছেলে মারুফ আহমেদ (২৪) ৫. মোগলাবাজারের সুরিগাও এলাকার মৃত খসরু মিয়ার ছেলে তানভির আহমেদ (১৮)। বদরুল হোটেলে অভিযান চালিয়ে নারী পুরুষ অসামাজিক কাজে লিপ্ত থাকায় তাদের আটক করে আইনগত ব্যবস্থা গ্রহন করা হয়েছে বলে জানায় পুলিশ।

0Shares
`);printWindow.document.close(); }) .catch(error => console.error("Error loading print page:", error)); }); });