৪ঠা ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

১ লাখেরও বেশি টিকা আসবে দেশে

জাতীয় ডেস্ক::


আগামী ৩০ শে মে রোববার দেশে ফাইজারের মোট ১ লাখ ৬২০ ডোজ টিকা দেশে আসবে। আজ রাত ৯টায় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের জনসংযোগ বিভাগ এই তথ্য জানিয়েছে। কোভ্যাক্সের মাধ্যমে বাংলাদেশ এই টিকা পাচ্ছে। এদিকে আজ করোনার সংক্রমণ প্রতিরোধে ফাইজারের তৈরি টিকা ব্যবহারের জন্য অনুমোদন দিয়েছেন দেশের ঔষধ প্রশাসন অধিদপ্তর।

 

0Shares
`);printWindow.document.close(); }) .catch(error => console.error("Error loading print page:", error)); }); });