ডায়ালসিলেট ডেস্ক : তুরস্কে এক হাজার ৮০০ বছর আগের একটি নারী ভাস্কর্য পাওয়া গেছে। গতকাল শনিবার তুরস্কের কর্মকর্তারা জানিয়েছেন,সে দেশের পশ্চিমাঞ্চলীয় ইজমির প্রদেশ থেকে নারী ভাস্কর্যটি পাওয়া যায়।
Thank you for reading this post, don't forget to subscribe!তুরস্কের সংস্কৃতি ও পর্যটন মন্ত্রণালয় এবং জেলাল বায়ার বিশ্ববিদ্যালয়ের যৌথ উদ্যোগে কয়েক বছর ধরে অনুসন্ধান চলছে সেখানে।
মেট্রোপলিস শহরে ক্ল্যাসিকাল, হেলেনিস্টিক, রোমান, বাইজেন্টাইন ও অটোমান যুগের নিদর্শন রয়েছে। তুরস্কের সংস্কৃতি ও পর্যটন মন্ত্রণালয়ের খনন বিভাগ এক টুইট বার্তায় জানিয়েছেন, ইজমির প্রদেশের তোরবালি জেলার মেট্রোপলিস শহরে ভাস্কর্যটি পাওয়া গেছে। চলতি বছরের শেষ পর্যন্ত চলবে খনন কাজ। সূত্র: ইয়েনি শাফাক

