ডায়ালসিলেট ডেস্ক: ওটিটি প্ল্যাটফর্ম ‘হইচই’ এর ‘দুপুর ঠাকুরপো’ সিরিজে বেশ জনপ্রিয়তা লাভ করেছিল সিরিজের ‘উমা বৌদি’, ‘ঝুমা বৌদি’ ও ‘ফুলওয়া বৌদি’ । এবার ‘ মনামী ঘোষ দেখা দিলেন ‘হইচই’-এর নতুন ‘বৌদি’ রূপে মৌচাক’ সিরিজের মাধ্যমে । নেটমাধ্যমে মনামীর ‘মৌ বৌদি’ অবতার নতুন চর্চার বিষয়। সিরিজের প্রচারের জন্য মনামী ফেসবুকে তার একটি ছবি পোস্ট করে  লিখেছেন, ‘এই তালার চাবি কার কার কাছে?’এ্ই পোস্টের পর থেকেই তাঁর ফেসবুক পোস্টে আসতে থাকে নানা রকমের কুমন্তব্য।

Thank you for reading this post, don't forget to subscribe!

মন্তব্য বিভাগে এসে নেটাগরিকরা নিজেদের কুরুচির বিস্তার ঘটাতে থাকে। একজন নেটাগরিক মন্তব্য করেন, ‘চাবি তো আমার কাছে আছে, তুমি এসে পড়ে তালা খুলে দিই’।

আবার কেউ কেউ লিখেছেন, ‘এ ভাবে সকলের সামনে আমাকে দিয়ে তালা খোলানোর ইশারা কেন করছেন, আমারও তো লজ্জা লাগে নাকি! প্রিয়জনদের ইশারা গোপনে চলে’। অনেক নেটাগরিক আবার দাবি করেছেন যে, তাঁরা চাবি ছাড়াই তালা খোলায় পারদর্শী্ । আবার কারও মতে, উঠতি বয়সের ছেলেমেয়েদের মাথায় যৌনতার বিষ ঢালার জন্য এই সমস্ত ওয়েব সিরিজগুলোই দায়ী বলে মনে করেন।

এদিকে মনামীকে কটাক্ষ করে অনেকে  বলেন বুড়ি’ । কেউ আবার অভিনেত্রীর দেহের আকার নিয়ে কুমন্তব্য করে ভাত খাওয়ার পরামর্শ দিয়েছেন। অনেক নেটাগরিক আবার রবীন্দ্রসঙ্গীতের পংক্তিও জুড়ে দিয়েছেন মনামির সেই পোস্ট এর মন্তব্যে।

0Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *