ডায়লসিলেট ডেস্ক: ঢাকার কদমতলীর মুরাদপুর এলাকা থেকে বাবা-মা ও মেয়ের লাশ উদ্ধার করেছে পুলিশ।শনিবার সকালে ওয়ারী ডিভিশনের ডিসি শাহ ইফতেখার আহামেদ গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন। নিহতরা হলেন, মাসুদ রানা (৫০), তার স্ত্রী মৌসুমী ইসলাম (৪০) ও মেয়ে জান্নাতুল (২০)।
Thank you for reading this post, don't forget to subscribe!জানা গেছে, কদমতলী মুরাদনগর এলাকায় একটি বাসায় মাসুদ রানা তার স্ত্রী, দুই মেয়ে ও এক মেয়ের জামাইকে নিয়ে বসবাস করতেন।এ ঘটনায় সংকটাপন্ন অবস্থায় তার অপর মেয়ে মেহজাবিন মুনের স্বামী শফিকুল ইসলামকে হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে জানান,ডিসি শাহ ইফতেখার আহামেদ।
ডিসি শাহ ইফতেখার আরও জানান, মেহজাবিনকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে।ধারণা করা হচ্ছে মেহজাবিন তার বাবা-মা, বোন ও নিজের স্বামীকে বিষপান করিয়েছে।
সূএ:বিডি প্রতিদিন

