ডায়ালসিলেট ডেস্ক :: সিলেট সদর উপজেলার ৪নং খাদিমপাড়া ইউনিয়ন পরিষদের  ২০২১-২২ অর্থ বছরের প্রস্তাবিত ৪ কোটি ১৬ লাখ ৬৩ হাজার ৫০০ টাকা উন্মুক্ত বাজেট ঘোষণা করা হয়েছে। এতে ব্যয় ধরা হয়েছে ৪ কোটি ১০ লাখ ৭১ হাজার ৬০০ টাকা।

Thank you for reading this post, don't forget to subscribe!

বৃহস্পতিবার খাদিমপাড়া ইউনিয়ন পরিষদে অনুষ্ঠিত উন্মুক্ত বাজেট অনুষ্ঠানে ৪নং খাদিমপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এড. আফছর আহমদ এ বাজেট ঘোষণা করেন।

সভাপতির বক্তব্যে চেয়ারম্যান এড. আফছর আহমদ বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনায় পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন এর সহযোগীতায় খাদিমপাড়া ইউনিয়ন পরিষদ একটি মডেল ইউনিয়নে রূপ নিয়েছে। এ ইউনিয়ন পরিষদে দুর্নীতির কোন স্থান নেই। সরকারের পক্ষ থেকে যা বরাদ্দ আসে সঠিক ভাবে জনগণের উন্নয়নে ব্যয় করা হয়। আগামী দিনেও খাদিমপাড়া ইউনিয়নের সুনাম ধরে রাখতে এই ধারা অব্যাহত থাকবে ইনশা আল্লাহ।

তিনি আরও বলেন, সাবেক অর্থমন্ত্রী আলোকিত সিলেটের রুপকার আবুল মাল আব্দুল মোহিত এর কাছে খাদিমপাড়া ইউনিয়নবাসী ঋণী। কারণ তিনি খাদিমপাড়ায় ব্যাপক উন্নয়ন করেছিলেন।

সভায় বক্তব্য রাখেন, আওয়ামী লীগে নেতা ফখরুল ইসলাম দুলু, বিশিষ্ট সমাজসেবক বাবু দীলিপ কুমার নাথ, খাদিমপাড়া ইউনিয়ন পরিষদের সচিব আব্দুল খালেক, ১ নং ওয়ার্ডের সদস্য মলন মিয়া, ২ নং ওয়ার্ড সদস্য মতিউর রহমান রিপন, ৩ নং ওয়ার্ড সদস্য দেলোয়ার হুসেন, ৪ নং ওয়ার্ড সদস্য আনুয়ার হুসেন আনু, ৫ নং ওয়ার্ড সদস্য কবির আহমেদ, ৬ নং ওয়ার্ড সদস্য বদরুল ইসলাম আজাদ, ৭ নং ওয়ার্ড সদস্য আলি আহমেদ জাকেল, ৮ নং ওয়ার্ড সদস্য  আব্দুল মোছব্বির, ৯ নং ওয়ার্ড সদস্য  নিজাম উদ্দিন, মহিলা সদস্য ১,২,৩,পারুল বেগম,৪,৫,৬ সাজেদা বেগম,৭,৮,৯ জবা বেগম। পরিষদের সম্মানিত কর্মকর্তা,কর্মচারীবৃন্দ।
আরও উপস্থিত ছিলেন,যুবনেতা, বাবুল আহমেদ, সুহেল আহমেদ, আনা মিয়া,নজরুল ইসলাম, পাভেল আহমেদ, রতন চন্দ্র রায়, আব্দুল খালেক,দেওয়ান মাছুম,নজরুল,রতন, শরিফ,মুর্শেদ, অথৈ,তানভীর, ধনঞ্জয়, স্বপন, বাবুল প্রমুখ।

অনুষ্টানের শুরুতে পবিত্র কোরআন থেকে তিলাওয়াত করেন মাওলানা মখলিছুর রহমান। গীতা পাট করেন পরিষদের হিসাব রক্ষক সুস্মিতা রানী।

0Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *