ডায়ালসিলেট ডেস্ক :: করোনা ভাইরাসের ব্যাপক ও ঊর্ধ্বমুখী সংক্রমণ রোধকল্পে সরকার ঘোষিত লকডাউনের কঠোর বিধিনিষেধ পালন ও স্বাস্থ্যবিধি মেনে চলতে এসএমপির ক্রাইম ও ট্রাফিক ডিভিশনের ডিবি পুলিশ ও পুলিশ লাইন্স অফিসার ও ফোর্স যৌথভাবে মহানগরীর বিভিন্ন স্থানে যানবাহন আটক করা হয়েছে।
Thank you for reading this post, don't forget to subscribe!আজ সোমবার (৫জুলাই) ৫ম দিনে লকডাউন বিধি নিষেধ অমান্য করায় সিলেট মেট্রোপলিটন পুলিশের অভিযানে ৫৫টি সিএনজি , ৪৮টি মোটরসাইকেল,১১টি প্রাইভেট কার ও অন্যান্য ০৬ টি মামলাসহ সর্বমোট ১২০টি মামলা করা হয়েছে।
এতে মোট ১৬৩ টি যানবাহন আটক করা হয়। তার মধ্যে ৫৯টি সিএনজি , ৬৯টি মোটরসাইকেল,০৪টি প্রাইভেট কার, অন্যান্য ৩১টি।
৩২ টি চেকপোস্টসহ সকল থানা,ফাঁড়ি,তদন্ত কেন্দ্র এলাকাধীন দিবারাত্র ৫২টি টহল মোবাইল ডিউটিসহ নিরলসভাবে আইন শৃঙ্খলা ও নিরাপত্তা ডিউটি পালন করছে।
এছাড়াও পুলিশি ডিউটির পাশাপাশি সেনাবাহিনী ও বিজিবির যৌথ অভিযানে ০৫ টি ভ্রাম্যমাণ আদালত কর্তৃক লকডাউন বিধিনিষেধ ভঙ্গ করায় নগরীর বিভিন্ন স্থানে সর্বমোট ৬২ হাজার ২’শো টাকা অর্থদণ্ড জরিমানা আদায় করা হয়।

