ডায়ালসিলেট ডেস্ক :: আফগানিস্তানের পাঘমান শহরে তালেবানের হামলায় ৬ পুলিশ সদস্য নিহত হয়েছেন। দেশটির রাজধানী কাবুলের পশ্চিম অংশে পাঘমান জেলার কালা-ই-হাইদার খান গ্রামে মঙ্গলবার দিবাগত রাত ২টার দিকে এ হামলার ঘটনা ঘটে। খবর তোলো নিউজের।
Thank you for reading this post, don't forget to subscribe!স্বরাষ্ট্র মন্ত্রণালয় সূত্র জানায়, তালেবান যোদ্ধারা এ সময় একটি পুলিশ চেক পোস্টে আগুন ধরিয়ে দিতে চেয়েছিল। কিন্তু ঘটনাস্থলে দ্রুত আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা উপস্থিত হওয়ার কারণে তারা পালিয়ে যায়।
খবরে বলা হয়, গভীর রাতে হামলা চালিয়ে তালেবান ওই পুলিশ সদস্যদের হত্যার পর তাদের অস্ত্র এবং সামরিক সরঞ্জামাদি লুট করে নিয়ে যায়।
আইনশৃঙ্খলা বাহিনীর দাবি, এ সময়ে তালেবানেরও বেশ ক্ষতি হয়েছে।
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র তারিক আরিয়ান বলেন, আমরা এ এলাকায় অভিযান চালানোর পর তালেবানের সদস্যরা পালিয়ে গেছে।
রাহিমুল্লাহ নামের স্থানীয় এক বাসিন্দা বলেন, বাইরে রকেট হামলা, একে৪৭ থেকে গুলি ছোড়া এবং মর্টার শেল বিস্ফোরণের শব্দ পাচ্ছিলাম। রাত ২টা ১০ মিনিটের দিকে সংঘর্ষ শুরু হয়। সংঘর্ষ থামে ২টা ৫০ মিনিটের দিকে।
হামিদ নামের অপর এক বাসিন্দা বলেন, সংঘর্ষের সময় আমরা চেষ্টা করছিলাম নিরাপদ স্থানে লুকিয়ে থাকতে। আমরা এ সময় অত্যন্ত ভীত ছিলাম।
কয়েক দিনের মধ্যে দ্বিতীয়বারের মতো এ এলাকায় সংঘর্ষের ঘটনা ঘটল। এর আগে গত সপ্তাহে পুলিশের গাড়ি লক্ষ্য করে মিসাইল হামলা চালিয়েছিল।
ডায়ালসিলেট/এম/এ/

