ডায়ালসিলেট ডেস্ক :: সিলেট নগরীর বেশ কয়েকটি এলাকায় আজ টানা ৬ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না। জরুরি মেরামত কাজের জন্য এসব এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে বলে জানিয়েছে বিদ্যুৎ বিভাগ। বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (বিউবো) সিলেট বিতরণ অঞ্চলের প্রকৌশলী মোহাম্মদ ফজলুল করীম এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছেন।
Thank you for reading this post, don't forget to subscribe!এতে বলা হয়েছে, বিদু্ৎ বিতরন ব্যবস্থা উন্নয়ন প্রকল্প -১, বিউবো, সিলেট কর্তৃক শেখঘাট ৩৩/১১ কেভি উপকেন্দ্রের নতুন ৩৩ কেভি বাস সেকশনে সংযোগ প্রদানের জন্য নতুন ৩৩ কেভি লাইন নির্মাণের স্বার্থে বিক্রয় ও বিতরণ বিভাগ-১, বিউবো, সিলেট দপ্তরের শেখঘাট ৩৩/১১ কেভি উপকেন্দেধর সকল ১১ কেভি ফিডারের আওতাধীন জরুরি মেরামত কাজের জন্য আগামীকাল শুক্রবার (৯ জুলাই) সকাল ৬টা থেকে দুপুর ১২টা পর্যন্ত বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।
যেসব এলাকাসমূহে বিদুৎ সরবরাহ বন্ধ থাকিবে সেগুলো হলো – ১১ কেভি ঘাসিটুলা, মির্জাজাঙ্গাল, শাহজালাল ঘাট, কীনব্রীজ, নবাব রোড ও ওসমানী মেডিকেল ফিডারের আওতাধীন সিলেট বিভাগীয় শহরের মির্জাজাঙ্গাল, রামের দিঘীর পাড়, সুরমা মার্কেট, তোপখানা, লালাদিঘীর পাড়, নবাব রোড, ঘাসিটুলা, মজুমদার পাড়া, শামিমাবাদ আ/এ, কানিশাইল, বেতের বাজার, কলাপাড়া, টিকর পাড়া, শেখঘাট, কীনব্রীজ, কাজির বাজার, তেলি হাওড়, তালতলা, মেডিকেল রোড, কাজলশাহ, ভাতালিয়া, কুয়ারপাড়, লামাবাজার, রিকাবী বাজার, মধুশহীদ, মুন্সীপাড়া, সাগরদিঘীর পাড়, মিরের ময়দান, পুলিশ লাইন, বর্ণমালা পয়েন্ট, মুনিপুড়ী পাড়া, সুবিদ বাজার (আংশিক) এলাকাসমূহ।
কাজ শেষ হলে নির্ধারিত সময়ের পূর্বেও বিদ্যুৎ সরবরাহ চালু করা হইতে পারে। সাময়িক বিদ্যুৎ সরবরাহ বন্ধের জন্য বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (বিউবো) আন্তরিক ভাবে দুঃখ প্রকাশ করেছেন।

