ডায়ালসিলেট ডেস্ক :: ভূমধ্যসাগর হয়ে ইউরোপে মানবপাচারের আন্তর্জাতিক চক্রের বাংলাদেশি এজেন্ট ‘রুবেল সিন্ডিকেটের’ প্রধান সমন্বয়ক ‘ইউরো আশিকসহ’ সাতজনকে আটক করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)।
Thank you for reading this post, don't forget to subscribe!শনিবার (১০ জুলাই) দিনগত রাতে রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
র্যাব সদর দপ্তরের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের সিনিয়র সহকারী পরিচালক এএসপি আ ন ম ইমরান খান জানান, র্যাবের অভিযানে আন্তর্জাতিক মানবপাচার চক্রের রুবেল সিন্ডিকেটের প্রধান সমন্বয়ক ইউরো আশিকসহ সাত সদস্যকে আটক করা হয়েছে। রোববার (১১ জুলাই) দুপুর ১টায় রাজধানীর কারওয়ানবাজার র্যাব মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে এ বিষয়ে বিস্তারিত জানানো হবে।
ডায়ালসিলেট/এম/এ/

