ডায়ালসিলেট ডেস্ক :: গোলাপগঞ্জ দক্ষিণ রায়গড় সরকারী প্রাথমিক বিদ্যালয়ে প্রতিষ্ঠালগ্ন থেকে বিদ্যাপীঠের শিক্ষার মান উন্নয়নে কাজ করে যাওয়া সদ্য সাবেক সভাপতি ডা. আব্দুর রহমানসহ প্রয়াত নেতৃবৃন্দের রুহের মাগফিরাত কামনা ও সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ এমপির সু-স্বাস্থ্য কামনা করে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
Thank you for reading this post, don't forget to subscribe!বুধবার সকাল ১১টায় বিদ্যালয়ের হলরুমে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
উক্ত দোয়া মাহফিলে দক্ষিণ রায়গড় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের খতিব ও ইমাম মাওলানা বোরহান উদ্দিনের পরিচালনায় উপস্থিত ছিলেন, ম্যানেজিং কমিটির সভাপতি সাংবাদিক আজিজ খান, সহসভাপতি সেলিম আহমদ, প্রধান শিক্ষিকা নিয়তী রানী চন্দ, ম্যানেজিং কমিটির সদস্য হাফিজ উদ্দিন লিটন, ডা. আজমল হোসেন, মরহুম ডা. আব্দুর রহমান সাহেবের ছেলে রায়হান আহমদ, সহকারি শিক্ষিকা অনিতা রানী রায়, সাবিত্রি রানী রায়, নার্গিছ সুলতানা, শাহরিয়ার পাপন, সমাজসেবক আলিম উদ্দিন, মঈন উদ্দিন, বাদশাহ মিয়া, সেলিম হাসান, সাংবাদিক জাবেদ আহমদ প্রমুখ।
পরে দোয়া শেষে সকলের উপস্থিতিতে সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ এমপির সার্বিক প্রচেষ্টায় পাওয়া গভীর নলকুপ খননের কাজের উদ্বোধন করা হয়। বিজ্ঞপ্তি

