ডায়ালসিলেট ডেস্ক :: আকাশসীমা লঙ্ঘন করার অভিযোগে ছয়জন সৈনিকসহ ফ্রান্সের একটি সামরিক হেলিকপ্টার জব্দ করেছে মধ্য-আফ্রিকার দেশ ইকুয়াটোরিয়াল গিনি।
Thank you for reading this post, don't forget to subscribe!রয়টার্সের প্রতিবেদনে বলা হয়, বৃহস্পতিবার (২৯ জুলাই) ফ্রান্স জানিয়েছে, ছয় সেনা বহনকারী সামরিক হেলিকপ্টারটি ইকুয়াটোরিয়াল গিনির রাজধানী মালাবোতে অবতরণের পরপরই আটক করা হয়।
এর আগে বুধবার ফ্রান্সের একটি আদালত ইকুয়াটোরিয়াল গিনির ভাইস প্রেসিডেন্ট টিওডোরো ওবিয়াং ম্যাঙ্গুর বাবা টিওডোরো ওবিয়াং নুয়েমা এমবাসোগোকে অর্থ পাচার এবং আত্মসাতের এক মামলায় দোষী সাব্যস্তের রায় বহাল রেখে আদেশ দিয়েছেন। এর কয়েক ঘণ্টা পর সন্ধ্যার দিকে ফরাসি সেনা বহনকারী হেলিকপ্টারটি মালাবোর প্রধান বাটা বন্দরে অবতরণ করে। তবে আদালতের রায়ের সঙ্গে হেলিকপ্টার আটকের সম্পর্ক আছে কি না সে বিষয়ে কোনো পক্ষই কিছু বলেনি।
এক টুইট বার্তায় ইকুয়াটোরিয়াল গিনির প্রেসিডেন্টের ছেলে এবং উত্তরসূরী ম্যাঙ্গু বলেন, হেলিকপ্টারটি কর্তৃপক্ষের অনুমতি ছাড়া ইকুয়াটোরিয়াল গিনির আকাশসীমা লঙ্ঘন করে বাটা বন্দরে অবতরণ করেছে। এ কারণেই এটিকে আটক করা হয়েছে।
ডায়ালসিলেট/এম/এ/

