মৌলভীবাজার প্রতিনিধি :: করোনার টিকা রেজিষ্ট্রশনের জন্য শহরের উম্মোক্ত স্থানে মৌলভীবাজার পৌরসভার উদ্যেগে ফ্রি টিকা রেজিষ্ট্রেশন কেন্দ্র চালু হয়েছে।
Thank you for reading this post, don't forget to subscribe!রোববার সকাল ১১ টায় শহরের পশ্চিমবাজার পুলিশ বক্স প্রাঙ্গনে একযোগে ৭টি টিকা রেজিষ্ট্রশন কেন্দ্রের কার্যক্রম উদ্বোধন করেন পুলিশ সুপার মোহাম্মদ জাকারিয়া।
পৌর মেয়র মোঃ ফজলুর রহমান এর সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন, মৌলভীবাজার সরকারী কলেজের সহযোগী অধ্যাপক রকি উদ্দিন নিজাম, মৌলভীবাজার মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) ইয়াছিনুল হক,৬ নং ওয়ার্ডের কাউন্সিলর জালাল আহমদ, ৯ নং ওয়ার্ডের কাউন্সিলর মাসুদ আহমদ, ৮ নং ওয়ার্ডের কাউন্সিলর সৈয়দ সেলিম হক সহ অন্যান্যরা।
মেয়র মোঃ ফজলুর রহমান বলেন, করোনা প্রার্দুভাব বৃদ্ধিতে সাধারণ মানুষকে টিকা গ্রহনের আওতায় আনতে শহরের গুরুত্বপূর্ন স্থানে ৭টি কেন্দ্রের মাধ্যমে টিকা রেজিষ্ট্রেশন কার্যক্রম শুরু হয়েছে। প্রতিদিন সকাল ১০ টা থেকে দুপুর ২ ঘটিকা পর্যন্ত আগামী ৭ আগষ্ট পর্যন্ত রেজিষ্ট্রেশন চলবে। কেন্দ্র গুলোর টিকা রেজিষ্ট্রেশন কর্মি হিসেবে দায়িত্ব পালন করছে মৌলভীবাজার সরকারি কলেজের বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কোর (বিএনসিসি) সদস্যরা।

