ডায়ালসিলেট ডেস্ক :: এবার করোনায় মারা গেলেন গণস্বাস্থ্য নগর হাসপাতালের আইসিইউ বিভাগের প্রধান চিকিৎসক প্রফেসর ডা. নাজিব মোহাম্মদ (ইন্না লিল্লাহি…রাজিউন)।
Thank you for reading this post, don't forget to subscribe!সোমবার বেলা সাড়ে ১১টার দিকে বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালে করোনাজনিত জটিল নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন তিনি।
প্রফেসর নাজিব মোহাম্মদ সৌদি আরব কিং ফয়সল মেডিকেল বিশ্ববিদ্যালয়ে আইসিইউ বিভাগে দীর্ঘদিন চাকুরী করেন। দেশে বিদেশে আইসিইউতে উন্নত ও আধুনিক চিকিৎসা ব্যবস্থায় ব্যাপক অবদান রয়েছে তাঁর।
তাঁর মৃত্যুতে গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ডা. জাফরুল্লাহ চৌধুরী গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন।

