ডায়ালসিলেট ডেস্ক :: ধর্মীয় অনুভূতিতে আঘাতের অভিযোগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) আইন বিভাগের অধ্যাপক শেখ হাফিজুর রহমান কার্জনের বিরুদ্ধে শাহবাগ থানায় ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা দায়ের করা হয়েছে।
Thank you for reading this post, don't forget to subscribe!রোববার (১ আগস্ট) মামলাটি করেন বাংলাদেশ হিন্দু যুব পরিষদের সাধারণ সম্পাদক অমিত ভৌমিক। শাহবাগ থানার এসআই আরিফুল ইসলাম অপু মামলাটি তদন্ত করবেন।
মামলার বাদী অমিত ভৌমিক বলেন, কার্জন সাহেবের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনের ২৮ এবং ৩১ ধারায় মামলা করেছি।
এ বিষয়ে জানতে চাইলে অধ্যাপক হাফিজুর রহমান কার্জন বলেন, আমি পোস্টটি সরিয়ে ফেলেছি। দুঃখ প্রকাশ করে আরেকটি পোস্ট দিয়েছি।
এতে তিনি লিখেছেন, দিন দুই আগে আমি ভগবানকে নিয়ে আমার ফেসবুক দেয়ালে একটি লেখা পোস্ট করেছিলাম। এরপরে আমি আর আমার ফেসবুকে প্রবেশ করিনি। একজন হিন্দু শিক্ষার্থী ফোন করে তার ক্ষুদ্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করেন। তারপরে আমি আমার পোস্টটির প্রতিক্রিয়া নিরীক্ষা করি। ইতোমধ্যে জানতে পারি যে, অনেকে ব্যক্তিগত ও সামষ্টিকভাবে আমার পোস্টটিতে আহত হয়েছেন। যারা আমার পোস্টটিতে আহত হয়েছেন, ও কষ্ট পেয়েছেন, তার জন্য আমি দুঃখ প্রকাশ করছি।
ডায়ালসিলেট/এম/এ/

