মৌলভীবাজার প্রতিনিধি :: মৌলভীবাজার পৌর এলাকায় এডিস মশার বিস্তার রোধে পরিস্কার পরিচ্ছন্ন অভিযান ও লার্ভা ধ্বংসের কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। এতে অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন জেলা প্রশাসক মীর নাহিদ আহসান।
Thank you for reading this post, don't forget to subscribe!বুধবার সকাল ১১ টার দিকে পৌর এলাকার ৪নং ওর্য়াড সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষকের বাস ভবনের সম্মুখ থেকে এ পরিস্কার পরিচ্ছন্ন অভিযান শুরু হয়। পরে গীর্জাপাড়া এলাকায় লার্ভা ধ্বংসের কার্যক্রমের উদ্বোধন করা হয় ।

এডিস মশার বিস্তার রোধে পরিস্কার পরিচ্ছন্ন অভিযান ও লার্ভা ধ্বংসের কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে এতে সভাপতিত্ব করেন, পৌর সভার মেয়র মো: ফজলুর রহমান।
প্রধান অতিথি হিসেবে কার্যক্রমের উদ্বোধন করেন জেলা প্রশাসক মীর নাহিদ আহসান। এসময় পৌরসভার কাউন্সিলর আসাদ হোসেন মক্কু, মহিলার কাউন্সিলর জাহানারা বেগমসহ পৌরসভার কর্মকর্তাবৃন্দরা উপস্থিত ছিলেন।
এসময় মেয়র মো: ফজলুর রহমান বলেন, আজ থেকে ১৫ দিন পৌর এলাকার ৯ ওয়ার্ডে ৫০জন পরিচ্ছন্নকর্মী কাজ করবে ।পাশাপাশি এডিস মশা থেকে রক্ষা পেতে নিজ নিজ বাড়ি, আঙিনা, অফিস, দোকান পরিচ্ছন্ন রাখার পরামর্শ দেন।

