মৌলভীবাজার প্রতিনিধি :: মৌলভীবাজারে এক কৃষকের লিজকৃত প্রায় এক একর কৃষি জমির উপর লাগানো লাউ গাছের গোড়া কেটে দিয়ে ক্ষেত ধ্বংস করে দিয়েছে দুবৃত্তরা। ফয়সল নামের সেই কৃষক নিজের স্ত্রীর সোনার গহনা ও গরু বিক্রি করে লাউয়ের ক্ষেত করা সে।
Thank you for reading this post, don't forget to subscribe!কিন্তু দূবৃত্তদের এমন নিঃসংশতায় এখন দিশেহারা হয়ে পড়েছেন কৃষক ফয়সল আহমদ। এ ঘটনায় গ্রামজুড়ে তোলপাড় আর নিন্দার ঝর বইছে। ঘটনাটি মধ্যরাতে সদর উপজেলার মোস্তফাপুর ইউনিয়নের ৬নং ওয়ার্ডের জগন্নাথপুর গ্রামে এ ঘটনা ঘটে।

জগন্নাথপুর গ্রামের যুক্তরাজ্য প্রবাসী আজাদ মিয়ার বাড়িতে কেয়ারটেকার হিসেবে পরিবার নিয়ে দীর্ঘদিন যাবৎ বসবাস করে আসছেন ফয়সল আহমদ নামের সেই কৃষক। তিন মাস যাবৎ চারজন শ্রমিক নিয়মিত কাজ করতেন লাউ ক্ষেতে, বউয়ের গহনা বিক্রি, গরু বিক্রি আর লোন নিয়ে তিলে তিলে গড়ে তোলেন লাউয়ের ক্ষেত । কিন্তু সকালে উঠে তার সব সপ্ন শেষ হয়ে যায়।

দুবৃত্তরা বাঁশের বেড়া ভেঙ্গে ক্ষেতে প্রবেশ করে প্রতিটি লাউ গাছের গোড়া কেটে দিলে ক্ষেতে লাগানো শত শত লাউগাছ মরে যায়, ধ্বংস হয়ে যায় পুরো লাউক্ষেত। বউয়ের গহনা বিক্রি আর লোনের টাকা দিয়ে কৃষক ফয়সল ও তাঁর সহযোগী কৃষি শ্রমিক হোসেন মিয়াকে সাথে নিয়ে লাউ ক্ষেতে প্রথমে চারা রোপন করেন। ৩ মাসেরও বেশি সময় নিজেদের ঘাম আর শ্রম দিয়ে গড়ে তোলা লাউক্ষেত সম্পন্ন করতে ব্যায় হয় প্রায় লক্ষাধিক টাকারও বেশি।
অবিলম্বে দুবৃত্তদের বিরোদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করার জন্য প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেন।

