মৌলভীবাজার প্রতিনিধি :: মৌলভীবাজারে যুবলীগের উদ্যোগে করোনায় সংকটে থাকা পাঁচশত অসহায় মানুষ মাঝে খাদ্য সহায়তা প্রদান করা হয়েছে। এসময় করোনাকালে চাল ডাল সহ বিভিন্ন উপকরণের ১৫ কেজির প্যাকেট পেয়ে খুশি হন খেটে খাওয়া অসহায় দরিদ্র মানুষ।
Thank you for reading this post, don't forget to subscribe!বৃহস্পতিবার বিকেলে মৌলভীবাজার জেলা যুবলীগ এর আয়োজনে জেলা স্টেডিয়ামে খাদ্যসহায়তা তুলে দেয়া হয় অসহায় মানুষগুলোর হাতে।
বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মৌলভীবাজার জেলা যুবলীগ এর ভারপ্রাপ্ত সভাপতি বিকাশ ভৌমিক, সঞ্চালনায় ছিলেন সাধারণ সম্পাদক সৈয়দ রেজাউর রহমান সুমন।
খাদ্য সহায়তা বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুবলীগের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক মাঈনুল হোসেন খান নিখিল।
এসময় উপস্থিত ছিলেন যুবলীগের কেন্দ্রীয় প্রেসিডিয়াম সদস্য ও সদস্যবৃন্দ। এছাড়া উপস্থিত ছিলেন যুবলীগ মৌলভীবাজার জেলা ও উপজেলার নেতৃবৃন্দ। পাঁচশত অসহায় মানুষের মধ্যে চাল, ডাল, তেল, লবণ, চিনি, আলু, সাবানসহ বিভিন্ন ত্রাণ সামগ্রী বিতরণ করা হয় ৷

