মৌলভীবাজার প্রতিনিধি :: মৌলভীবাজারে সিএনজি চালক মোঃ হোসেন মিয়াকে নৃশংসভাবে হত্যা ও গাড়ী চুরির প্রতিবাদে মানববন্ধন ও প্রতিবাদ সভা করেছে পরিবহন শ্রমিকরা।
Thank you for reading this post, don't forget to subscribe!মৌলভীবাজার পৌর সভার সম্মুখে আজ মঙ্গলবার (৩১শে আগষ্ট) দূপুরে ঘন্টা ব্যাপী মানববন্ধন শেষে এক প্রতিবাদ সভা করে পরিবহণ শ্রমিকরা।
সমাবেশে বক্তব্য রাখেন শ্রমিক নেতা পাবলু মিয়া, সেলিম আহমদ, নিহত সিএনজি চালক হোসেন মিয়ার মা সহ অন্যন্যরা। এ সময় শ্রমিক ও পুলিশের মধ্যে কথাকাটাকাটির এক পর্যায়ে পুলিশের উপর হামলা চালায় শ্রমিকরা ও কয়েকটি টমটম গাড়ী ভাংচুর করে।
উলেখ্য গত ২৪ আগস্ট হোসেন মিয়াকে হত্যা করে একটি ছিনতাইকারী দল তার সিএনজি অটো রিক্সা ছিনতাই করে নিয়ে যায়। এ ঘটনার ৩দিন পর সদর উপজেলার বাউরঘড়িয়া এলাকার সুলতান দিঘী থেকে তার মৃতদেহ উদ্ধার করে পুলিশ।

