মৌলভীবাজার প্রতিনিধি :: মৌলভীবাজারের জুড়ী উপজেলার লাঠিটিলায় দেশের ৩য় বঙ্গবন্ধু সাফারি পার্ক প্রতিষ্ঠায় উন্নয়ন বিরোধী মহলের অপপ্রচারের প্রতিবাদে মানববন্ধন করেছে এলাকাবাসী।
Thank you for reading this post, don't forget to subscribe!জুড়ী উপজেলার সর্বস্তরের জনসাধারণ ব্যানারে বুধবার সকালে কামিনীগঞ্জ ও ভবানীগঞ্জ বাজারের এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে জুড়ি উপজেলার ৬৫টি সংগঠনের প্রায় ৪ হাজার মানুষ মানববন্ধনে অংশগ্রহন করেছে।
মানববন্ধন চলাকালে বীরমুক্তিযোদ্ধা বদরুল ইসলামের সভাপতিত্বে বক্তব্য রাখেন, জুড়ি উপজেলা চেয়ারম্যান এম এ মোঈদ ফারুক, উপজেলা আওয়ামীলীগ সাধারণ সম্পাদক মাসুক আহমদ, ভাইস চেয়ারম্যান রিংকু রঞ্জন দাশ, গোয়ালবাড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাহাব উদ্দিন আহমদ লেমনসহ বিভিন্ন সামাজিক,রাজনৈতিক সংগঠনের প্রতিনিধিরা।
এ সময় বক্তরা বলেন লাঠিটিলা বনকে দখলমুক্ত করতে ও বন্যপ্রানিদের রক্ষায় বনমন্ত্রণালয় দেশের ৩য় বঙ্গবন্ধু সাফারি পার্ক প্রতিষ্টার প্ররিকল্পনা গ্রহণ করেছে। ৯৮০ কোটি টাকা ব্যায়ে জুড়ী লাঠিটিলা বনে এ পার্ক স্থাপন করা হবে। কিন্তু সম্প্রতি কিছু উন্নয়ন বিরোধী মহল এ সাফারি পার্ক প্রতিষ্টার বিরোধীতা ও অপপ্রচার করায় এর প্রতিবাদ জানান বক্তারা।
লাঠিটিলা বনে বঙ্গবন্ধু সাফারি পার্ক প্রতিষ্টার পরিকল্পনা বাস্থবায়নে দ্রুত পদক্ষেপ গ্রহন এবং অপপ্রচার বন্ধের দাবী জানানো হয় মানববন্ধনে।

