ডায়ালসিলেট ডেস্ক :: অন্যের জীবন বাঁচাতে নিজেই চলে গেলেন না ফেরার দেশে। পানিতে পড়ে যাওয়া একজন ক্যামেরাম্যানকে বাঁচাতে গিয়ে রাশিয়ার ইমার্জেন্সি পরিস্থিতি বিষয়ক মন্ত্রী ইয়েভজেনি জিনিচেভের করুণ মৃত্যু হয়।
Thank you for reading this post, don't forget to subscribe!গণমাধ্যমটি জানিয়েছে, রাশিয়ার রাজধানী মস্কো থেকে ২৯শ কিলোমিটার দূরের আর্কটিক নরিলস্ক অঞ্চলে বড় ধরনের মহড়া পর্যবেক্ষণের দায়িত্বে ছিলেন ৫৫ বছর বয়সী ইয়েভজেনি জিনিচেভ। সেখানে একটি নতুন নির্মিত একটি ফায়ার স্টেশনে ভ্রমণ করছিলেন তিনি। একজন ক্যামেরাম্যান একটি খাদে পরে গেলে তাকে উদ্ধার করতে লাফ দেন মন্ত্রী জিনিচেভ। এতে একটি পাথরে আঘাত লেগে মৃত্যু হয় মন্ত্রীর। প্রথমে পরে যাওয়া ক্যামেরাম্যানও মারা গেছেন। নিহত ওই ক্যামেরাম্যানের নাম আলেকজান্ডার মেলনিক। পরে জিনিচেভের করুণ মৃত্যু হয়।
ইমার্জেন্সি মন্ত্রণালয় এক বিবৃতিতে এ খবর জানিয়েছে। আন্তঃবিভাগের অনুশীলন চলাকালীন সময় এ ঘটনা ঘটে। খবর আল-জাজিরার।
উল্লেখ্য, ২০১৮ সাল থেকে রাশিয়ার ইমার্জেন্সি পরিস্থিতির মন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করছেন জিনিচেভ। সাইবেরিয়ায় আগুনে ৬০ জনের বেশি নিহত হলে তার পূর্বসূরি পদত্যাগ করলে তিনি মন্ত্রী হন। জিনিচেভ সাবেক কেজিবি কর্মকর্তা ছিলেন এবং রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের নিরাপত্তার দায়িত্বও পালন করেন।

