ডায়ালসিলেট ডেস্ক :: মহামারি করোনা মোকাবিলায় বিভিন্ন দেশ থেকে টিকা আনছে সরকার। তারই ধারাবাহিকতায় চীন থেকে সিনোফার্মের আরও ৫০ লাখ টিকা দেশে এসে পৌছেছে।
Thank you for reading this post, don't forget to subscribe!শনিবার ( ১৮ সেপ্টেম্বর ) দুপুরে স্বাস্থ্য পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের জনসংযোগ বিভাগ থেকে এ তথ্য জানানো হয়। শনিবার ( ১৮ সেপ্টেম্বর) রাত ২ টায়, হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে চীনের সিনোফার্মের পঞ্চাশ লাখ ডোজ ভ্যাক্সিন দেশে এসেছে।
প্রধান স্বাস্থ্য বিষয়ক সমন্বয়ক ডা আবু জাহের বিমানবন্দরে এই ভ্যাক্সিন গ্রহণ করেন।
এর আগে বাংলাদেশকে দুই দফায় ১১ লাখ টিকা উপহার দিয়েছে চীন। প্রথম দফায় ১২ মে চীন বাংলাদেশকে সিনোফার্মের ৫ লাখ ডোজ টিকা উপহার দেয়। দ্বিতীয় দফায় ৬ লাখ ডোজ টিকা উপহার দেয় চীন।
এছাড়া চীন থেকে প্রথম দফায় ৩ জুলাই কেনা ২০ লাখ টিকা এসেছে। আর দ্বিতীয় দফায় ১৭ জুলাই আরও ২০ লাখ টিকা এসেছে।
এরপর ৩০ জুলাই আসে আরও ৩০ লাখ টিকা। ১০ আগস্ট প্রথমবারের মতো কোভ্যাক্সের আওতায় ১৭ লাখ টিকা আসে চীন থেকে। আর দ্বিতীয় দফায় ১১ আগস্ট আরও ১৭ লাখ ৭০ হাজার টিকা ঢাকায় আসে দেশে। সব মিলিয়ে চীন থেকে সিনোফার্মের ২ কোটি ৩৫ লাখ ৬১ হাজার ৮০১ ডোজ টিকা দেশে এসেছে।
বিভিন্ন দেশ, সংস্থা থেকে পাওয়া এবং কেনা সিনোফার্ম, ফাইজার, মডার্না এবং অ্যাস্ট্রাজেনেকার টিকা করোনা রোধে দেশের নাগরিকদের দেওয়া হচ্ছে।
ডায়ালসিলেট/এম/এ/

