ডায়ালসিলেট ডেস্ক :বাংলাদেশের ঐতিহ্যবাহী প্রাচীনতম এবং সিলেটের শিশু-কিশোরদের আধুনিক বিজ্ঞানমনস্ক আলোকধারায় জীবন গঠনের মূলমন্ত্রে দীক্ষিত ও অনুপ্রেরণাদানকারী শিশু-কিশোর সংগঠন সুরমা খেলাঘর আসর, সিলেট এর সভ্য ফারদিন হাসান আল তাহা উচ্চ শিক্ষার জন্য লন্ডন কিং স্টন ইউনিভার্সিটিতে কম্পিউটার সায়েন্স ও ইঞ্জিনিয়ারিং (সিএসই) পড়ার জন্য গত ১২ নভেম্বর ২০২১ তারিখে লন্ডনের উদ্দেশ্যে সিলেট ত্যাগ করেছেন।
Thank you for reading this post, don't forget to subscribe!ফারদিন হাসান আল তাহা শৈশব থেকেই সুরমা খেলাঘর আসরের সাথে সম্পৃক্ত। তথ্য ও প্রযুক্তির স্বর্ণযুগে ফারদিন নিজেকে একজন প্রযুক্তিবিদ হিসেবে প্রতিষ্ঠিত করতে চায়।
ফারদিন হাসান আল তাহা কল্লোল সাহিত্য পরিষদের প্রতিষ্ঠাতা সভাপতি, বঙ্গবন্ধু লেখক-সাংবাদিক ফোরাম এর কার্যনির্বাহী কমিটির সম্মানিত সিনিয়র সদস্য, বাকাসস সিলেট জেলা শাখার সম্পাদকমন্ডলীর অন্যতম সদস্য, জেলা প্রশাসকের কার্যালয়, সিলেট এ সাবেক প্রটোকল নাজির এবং সাবেক জেলা নাজির কবি ফিরোজ আহমদ ও এই কার্যালয়ের সার্টিফিকেট সহকারী হালিমা খানম হেলেন এর একমাত্র ছেলে।
ফারদিন হাসান আল তাহা স্বপ্ন পূরণে সমর্থ হতে তার দাদী ও বাবা-মা সকলের প্রতি অনুরোধ জানিয়েছেন।

