ডায়ালসিলেট ডেস্ক ::  বাংলাদেশ কালেক্টরেট সহকারী সমিতি সিলেট জেলা শাখার সদস্যগণের অবসর জনিত বিদায় সংবর্ধনা ও বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে।

 

 শনিবার (৪ ডিসেম্বর) সন্ধ্যা ৭টায় নগরীর একটি অভিজাত হোটেলে সংগঠনের সভাপতি মোঃ কামরুজ্জামান’র সভাপতিত্বে ও সদস্য ধ্রুবজ্যোতি দাসের পরিচালনায় পবিত্র কুরআন থেকে তেলাওয়াত করেন মোঃ ময়নুল হক। পবিত্র গীতা পাঠ করেন অনুপ কুমার সিংহ। স্বাগত বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক মোঃ আলীমুজ্জামান।

 

সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন প্রশাসনিক কর্মকর্তা মো: জামাল আহমদ, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাকাসস বিভাগীয় কমিশনারের কার্যালয় শাখার সাধারণ সম্পাদক দিলীপ কুমার রায়, প্রশাসনিক কর্মকর্তা মোঃ সেলিম আহমদ, অবসর প্রাপ্ত প্রশাসনিক কর্মকর্তা অরবিন্দ দাশ।

 

অন্যানের মধ্যে বক্তব্য রাখেন সহ সভাপতি মোঃ ফরিদ উদ্দীন, দেবাংশু ভট্টাচার্য, কাঞ্চনবরণ লস্কর, অর্থ সম্পাদক মোঃ মিজানুর রহমান, অফিস সহকারী মোঃ আবুল ফাত্তাহ, সদর ভূমি অফিসের নাজির মোঃ জামাল উদ্দীন, যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ ফওরোজ আহমদ, মোঃ ইয়াহইয়া অফিস সহকারী অজয় দেবনাথ।

 

বিদায়ী সহকারীদের মধ্যে বক্তব্য রাখেন মিজ ছোহেলা আকতার, মিজ সাবিত্রী রাণী দাস, মোঃ মাহতাব উদ্দীন, মোঃ আব্দুল জলিল, সুব্রত কুমার শর্মা, মঃ মঈন উদ্দীন, মোঃ নূর উদ্দীন ও সরস্বতী রাণী পাল। সভায় বিদায়ী অতিথিদের বিদায়ী অতিথিদের সম্মাননা ও উপঢৌকন প্রদান করা হয়।

 

0Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *