Thank you for reading this post, don't forget to subscribe!
ডায়ালসিলেট ডেস্ক :: তাবলীগ জামাতের ১৫ সদস্যকে অচেতন করে সর্বস্ব লুটে নিয়েছে কিছু দুর্বৃত্তরা। রবিবার ভোররাতে পটুয়াখালীর কলাপাড়ায় উপজেলার মহিপুর ইউনিয়নের ইসুফপুর গ্রামের ফরাজী বাড়ি মসজিদে এ ঘটনা ঘটে।
গুরুতর আহত ৮ জনকে কুয়াকাটা ২০ শয্যা বিশিষ্ট হাসপাতালে ভর্তি করা হয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার সকালে ঢাকা থেকে তাবলীগ জামাতের ১৫ সদস্যের একাটি দল ওই মসজিদে ওঠেন। রাতের খাওয়া দাওয়া শেষে তারা ঘুমিয়ে পড়লে কেউ আর ফজরের নামাজ পড়তে উঠতে পারেনি। এসময় স্থানীয়রা দেখতে পায় তাদের মালামাল এলোমেলো অবস্থায় ছড়িয়ে ছিটিয়ে রয়েছে।
পরে পুলিশ তাদেরকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে। স্থানীয়দের ধারণা দুর্বৃত্তরা রাতের খাবারের সঙ্গে চেতানাশক খাইয়ে তাদের সর্বস্ব লুটে নিয়েছে।
মহিপুর থানার ওসি আবুল খায়ের জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।

