Thank you for reading this post, don't forget to subscribe!

সোহেল আহমদ পাপ্পু ::  আজ শনিবার দি সিলেট চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রি’র দ্বি-বার্ষিকী নির্বাচন। সিলেটের শীর্ষ ব্যবসায়ী এ সংগঠনে পরিচালক পদে প্রার্থী হয়েছেন মোট ৪০ জন প্রার্থী। ভোটগ্রহণ শুরু হবে আজ সকাল ৯টা থেকে বিকাল ৪টা অবধি নগরীর ধোপাদীঘিরপাড়স্থ ইউনাইটেড কমিউনিটি সেন্টারে।

 

এ নির্বাচনে লড়ছেন সিলেট সম্মিলিত ব্যবসায়ী পরিষদ এবং সিলেট ব্যবসায়ী পরিষদ নামে দুটি প্যানেল।  এর মধ্যে কয়েকজন স্বতন্ত্র প্রার্থীও রয়েছেন। নির্বাচনে চারটি ক্যাটাগরিতে ২২টি পরিচালক পদে লড়ছেন ৪৪ জন।

 

এরমধ্যে ট্রেড গ্রুপ শ্রেণিতে ৩ জন এবং টাউন এসোসিয়েশন শ্রেণিতে ১ জন প্রার্থীদের কোন প্রতিদ্বন্দীতা না থাকায় তাদেরকে প্রাথমিকভাবে নির্বাচিত করা হয়েছে। তারা হলেন, ট্রেড গ্রুপ শ্রেণিতে আবু তাহের মো. শোয়েব (চেম্বারের বর্তমান সভাপতি), মো. হিজকিল গুলজার ও মো. আতিক হোসেন এবং টাউন এসোসিয়েশন শ্রেণিতে আমিনুর রহমান লিপন।

 

এদিকে, অর্ডিনারি শ্রেণিতে লড়ছেন ২৮ জন। এতে নির্বাচিত হবেন ১২জন, এসোসিয়েট শ্রেণিতে লড়ছেন ১২ জন। তার মধ্যে নির্বাচিত হবেন ৬ জন। এতে মোট ১৮জন প্রার্থী নির্বাচিত হবেন। তবে ট্রেড গ্রুপ শ্রেণি এবং টাউন এসোসিয়েশন শ্রেণির ৪জন পরিচালক প্রাথমিকভাবে নির্বাচিত হওয়ায় তারা সম্মিলিত ব্যবসায়ী পরিষদ প্যানেলের পক্ষে সমর্থন জানিয়েছেন।

 

এবারের নির্বাচন অর্ডিনারি এবং এসোসিয়েট ক্যাটাগরির ৪০ প্রার্থীর মধ্যেই সীমাবদ্ধ থাকবে। সিলেট সম্মিলিত ব্যবসায়ী পরিষদ প্যানেলের এসোসিয়েট শ্রেণির ব্যালটে ১ থেকে ৬ পর্যন্ত তাদের অবস্থান। এতে প্রার্থীরা হলেন তাহমিন আহমেদ (ব্যালট নং ১), ওহিদুজ্জামান চৌধুরী রাজিব (ব্যালট নং ২), মুজিবুর রহমান মিন্টু (ব্যালট নং ৩), কাজী মো.মোস্তাফিজুর রহমান (ব্যালট নং ৪) জয়দেব চক্রবর্তী জয়ন্ত (ব্যালট নং ৫), মো. মাহবুবুল হাফিজ চৌধুরী (মুশফিক) (ব্যালট নং ৬)।

 

এ প্যানেলের অর্ডিনারি শ্রেণির প্রার্থীরা হলেন এজাজ আহমদ চৌধুরী (ব্যালট নং ১), মো. মামুন কিবরিয়া সুমন (ব্যালট নং ২), ফালাহ উদ্দিন আলী আহমদ (ব্যালট নং ৩), এনামুল কুদ্দুছ চৌধুরী এনাম (ব্যালট নং ৪), মুশফিক জায়গীদার (ব্যালট নং ৫), ফখর উছ সালেহীন নাহিয়ান (ব্যালট নং ৬), আব্দুল হাদী পাবেল (ব্যালট নং ৭), আনোয়ার রশিদ (ব্যালট নং ৮), মো. নাফিস জুবায়ের চৌধুরী (ব্যালট নং ৯), মো. খোবের হোসেইন (ব্যালট নং ১০), ফায়েক আহমদ শিপু (ব্যালট নং ১১), দেবাশীষ চক্রবর্তী (ব্যালট নং ১২)।

 

নির্বাচনে সিলেট ব্যবসায়ী পরিষদের এ পরিষদের এসোসিয়েট শ্রেণির প্রার্থীরা হচ্ছেন জিয়াউল হক (ব্যালট নং ৭),  মো. আবুল কালাম (ব্যালট নং ৮), মো. রাজ্জাক হোসেন (ব্যালট নং ৯), হাজী সরোয়ার হোসেন ছেদু (ব্যালট নং ১০), মো. রিমাদ হোসেন রুবেল (ব্যালট নং ১১) ও মো. সাহাদত করিম চৌধুরী (ব্যালট নং ১২)।

 

অর্ডিনারি শ্রেণির ব্যালটে তাদের অবস্থান ১৫ থেকে ২৬ প্যানেল থেকে অর্ডিনারি শ্রেণিতে প্রার্থী হয়েছেন মো. আব্দুর রহমান জামিল, হুমায়ূন আহমদ, মো. নজরুল ইসলাম, আলীমুল এহছান চৌধুরী, খন্দকার ইসরার আহমদ রকি, মো. আব্দুস সামাদ, শান্ত দেব, মো. রুহুল আলম, জহিরুল কবির চৌধুরী, ফাহিম আহমদ চৌধুরী, দেবাংশু দাস মিঠু ও মো. আবুল হোসেন।

 

নির্বাচনে অর্ডিনারি শ্রেণিতে চার স্বতন্ত্র প্রার্থী হলেন- মো. মাছনুন আকিব বড় ভূঁইয়া, হিফজুর রহমান, মো. জসিম উদ্দিন এবং একমাত্র নারী প্রার্থী সামিয়া বেগম চৌধুরী। নির্বাচনে ভোটার রয়েছেন ২ হাজার ৬০০ জন। এর মধ্যে অর্ডিনারি শ্রেণিতে ভোটার ১৩৪৮ জন, এসোসিয়েট শ্রেণিতে ভোটার ১২৪২ জন, ট্রেড গ্রুপে ৯ জন এবং টাউন এসোসিয়েশন শ্রেণিতে ১ জন ভোটার। সিলেট চেম্বারের নির্বাচনে ৩ সদস্যবিশিষ্ট নির্বাচন বোর্ড রয়েছে। এর চেয়ারম্যান হচ্ছেন সিলেটের বিশিষ্ট ব্যবসায়ী আব্দুল জব্বার জলিল। বোর্ডের দুই সদস্য হলেন এডভোকেট মিছবাউর রহমান আলম ও মো. সিরাজুল ইসলাম শামীম।

 

এবারের নির্বাচনে পরিচালক পদে সিলেট ব্যবসায়ী পরিষদ প্যানেল থেকে সম্মিলিত ব্যবসায়ী পরিষদ প্যানেলের প্রার্থীদের পাল্লা অনেকটা ভারী। নির্বাচনে প্রেসিডিয়াম সদস্য গঠন করতে হবে সিলেট ব্যবসায়ী পরিষদকে শূন্যের কৌটা থেকে গুনতে হবে। অন্যদিকে সম্মিলিত ব্যবসায়ী পরিষদ তাদের ৪ এর পর থেকে ৮ জন প্রার্থী বের হলেই নিজেদের মধ্যে প্রেসিডিয়াম গঠন করতে পারে।

 

সরেজমিনে দেখা যায়, সিলেটের ব্যবসায়ীরা বেশীরভাগই সম্মিলিত ব্যবসায়ী পরিষদের সমর্থনে এগিয়ে যাচ্ছেন। তবে এর থেকে অনেকটাই পিছিয়ে রয়েছেন সিলেট ব্যবসায়ী পরিষদ নেতৃবৃন্দরা। তবে অর্ডিনারী শ্রেণীতে ২ প্যানেল থেকে ৬/৬ জন করে এবং এসোসিয়েট শ্রেণীতে ২ প্যানেল থেকে ৪/২ এ জয়লাভের মাধ্যমে বেরিয়ে আসতে পারেন বলে অনেক ব্যবসায়ীদের ভোটারগণের অভিমত।

 

0Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *