Thank you for reading this post, don't forget to subscribe!
নিজস্ব প্রতিবেদক :: সিলেটে ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন ‘সিলেট চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি’র দ্বি-বার্ষিক (২০২২-২৩) নির্বাচনের ভোটগ্রহণ শেষে ফলাফল ঘোষনা করা হয়েছে। আজ শনিবার সিলেট নগরীর ধোপাদীঘিরপাড়ে ইউনাইটেড কমিউনিটি সেন্টারে সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত টানা ভোটগ্রহণ চলে। রাতে এসোসিয়েট শ্রেণীর ফলাফল ঘোষনা করা হয়। দুটি প্যানেলের মধ্যে সম্মিলিত ব্যবসায়ী পরিষদ থেকে ৪ জন এবং সিলেট ব্যবসায়ী পরিষদ থেকে দুজন নির্বাচিত হয়েছেন।
সম্মিলিত ব্যবসায়ী পরিষদের নির্বাচিতরা হলেন- তাহমিন আহমদ তার প্রাপ্ত ভোট ৬৫৭। ওয়াহিদুজ্জামান চৌধূরী রাজীব (৬১২ ভোট), মো. মুজিবুর রহমান মিন্টু ৬৫৭ ভোট , কাজী মোহামম্মদ মোস্তাফিজুর রহমান পেয়েছেন ৬০৭ ভোট। অপরদিকে সিলেট ব্যবসায়ী পরিষদের নির্বাচিত দুজন হলেন-জিয়াউল হক (৫৭০) ও সরওয়ার হোসেন ছেদু (৫৪০)।
সিলেট চেম্বারের ৪টি সদস্য ক্যাটাগরির মধ্যে অর্ডিনারি শ্রেণি থেকে ১২, অ্যাসোসিয়েট শ্রেণি থেকে ৬, ট্রেড গ্রুপ শ্রেণি থেকে ৩ ও টাউন অ্যাসোসিয়েশন শ্রেণি থেকে ১ জন পরিচালক নির্বাচিত হবেন। ২২টি পদের বিপরীতে প্রতিদ্বন্দ্বিতা করেন ৪৪ জন প্রার্থী। এর মধ্যে অর্ডিনারি শ্রেণি থেকে ১৬ জন, অ্যাসোসিয়েট শ্রেণি থেকে ১২ জন, ট্রেড গ্রুপ শ্রেণি থেকে ৩ জন এবং টাউন অ্যাসোসিয়েশন শ্রেণি থেকে ১ জন প্রার্থী হন। নির্বাচনে অর্ডিনারি ভোটার সংখ্যা ছিলেন ১৩৪৮ জন, অ্যাসোসিয়েট ১২৪২ জন, ট্রেড গ্রুপ ৯ জন ও টাউন অ্যাসোসিয়েশন ১ জন।

