Thank you for reading this post, don't forget to subscribe!

 

ডায়ালসিলেট ডেস্ক :: বান্দরবানের সাঙ্গু নদীতে গোসল করতে নেমে ২ পর্যটকের মধ্যে একজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। আজ শনিবার সকাল ৯টার দিকে তারাছা এলাকায় ঘটনাস্থল থেকে আদনীন বিনতে জহিরের নামে এ যুবতীর মরদেহ উদ্ধার করে ফায়ার সার্ভিসের ডুবুরিরা। নিখোঁজ হওয়া আহনাফ আকিবকে উদ্ধারের জন্য ফায়ার সার্ভিসের কর্মীরা অভিযান অব্যাহত রাখেছে।

 

পুলিশ ও স্থানীয়রা জানায়, শনিবার সকাল সাড়ে আটটার দিকে নিখোঁজ হওয়া দুই পর্যটক আহনাফ আকিব ও আদনীন বিনতে জহিরকে উদ্ধারে তারাছা এলাকায় নদীতে অভিযান শুরু করে চট্টগ্রাম থেকে আসা দুইজন ডুবুরিসহ ফায়ার সার্ভিসের কর্মীরা। অভিযান শুরুর আধাঘণ্টা পর ৯টার দিকে ঘটনাস্থল থেকে নিখোঁজ পর্যটক আদনীন বিনতে জহিরের মরদেহ উদ্ধার করা হয়। নিখোঁজ আরেক পর্যটক আহনাফ আকিবকে উদ্ধারে ডুবুরিরা অভিযান চালাচ্ছে।

 

বান্দরবান ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার নাজমুল আলম জানান, নিখোঁজ ২ পর্যটকের মধ্যে একজনকে উদ্ধার করেছে ডুবুরিরা। অন্যজনকে উদ্ধারে অভিযান চলছে।

 

উল্লেখ্য, শুক্রবার দুপুরে নারায়ণগঞ্জ থেকে বেড়াতে আসা ১০ জন পর্যটক সাঙ্গু নদীতে নৌকা ভ্রমণে গেলে তারাছা এলাকায় স্বচ্ছ পানি দেখে নদীতে গোসল করতে নামে। এসময় পরিবারের ১ সদস্য পানিতে ডুবে যেতে লাগলে তাকে বাঁচাতে গিয়ে পানিতে ডুবে যায় আরও ৫ ভাইবোন। পরে স্থানীয়রা ৩ জনকে উদ্ধার করলেও তাদের মধ্যে একজন মারা যায় এবং বাকি দুইজন নিখোঁজ হয় বলে জানান তারা।

 

0Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *