আইসিসির মাসের সেরা ক্রিকেটার মনোনয়নের তালিকায় প্রায় নিয়মিতই বাংলাদেশের ক্রিকেটারদের নাম দেখা যায়। সেই ধারাবাহিকতায় এবার জানুয়ারি মাসের জন্য আইসিসির মাসসেরা খেলোয়াড়ের মনোনয়ন পেয়েছেন পেসার ইবাদত হোসেন। আজ মঙ্গলবার মাসের সেরা ক্রিকেটারদের সংক্ষিপ্ত তালিকা প্রকাশ করেছে আইসিসি। ইবাদতের সঙ্গে আরও আছেন দক্ষিণ আফ্রিকার ব্যাটসম্যান কিগান পিটারসেন ও দক্ষিণ আফ্রিকা অনূর্ধ্ব-১৯ দলের অলরাউন্ডার ডেভাল্ড ব্রেভিস।
Thank you for reading this post, don't forget to subscribe!
গত জানুয়ারিতে নিউজিল্যান্ড সফরে টেস্ট সিরিজে দারুণ পারফরম্যান্স করেছিলেন ইবাদত। তার বোলিংয়েই নিউজিল্যান্ডের মাটিতে প্রথম টেস্ট জয় পায় বাংলাদেশ। সে টেস্টে ৪৬ রানে ৬ উইকেট নিয়ে ম্যাচসেরা হয়েছিলেন ইবাদত। দুই ম্যাচের সিরিজে ২৯.৩৩ গড়ে তার শিকার ৯ উইকেট। কিগ্যান পিটারসেন দেশের মাটিতে ভারতের বিপক্ষে টেস্ট সিরিজে ৬১ গড়ে ২৪৪ রান করেহয়েছেন সিরিজ সেরা।
অন্যদিকে ব্রেভিস সদ্য সমাপ্ত টি-টোয়েন্টি বিশ্বকাপে ৮৪.৩৩ গড়ে রেকর্ড ৫০৬ রান করে টুর্নামেন্টের ইতিহাসে সর্বোচ্চ ব্যক্তিগত সংগ্রহের বিশ্বরেকর্ড গড়েছেন। দুই সেঞ্চুরির পাশাপাশি দুটি নার্ভাস নাইন্টিজ করেছেন। পাশাপাশি বল হাতে ২৮.৫৭ গড়ে নিয়েছেন ৭ উইকেট। উল্লেখ্য, বাংলাদেশের হয়ে গত বছরের মে মাসে সর্বপ্রথম মাসের সেরা পুরস্কার জেতেন মুশফিকুর রহিম। এরপর গত জুলাইয়ে মাসসেরা হন সাকিব আল হাসান।

