Thank you for reading this post, don't forget to subscribe!
ডায়ালসিলেট ডেস্ক :: সারাদেশে দ্রব্যমূল্যের অস্বাভাবিক মূল্যবৃদ্ধির প্রতিবাদে চট্টগ্রামে যুবদলের বিক্ষোভ সমাবেশে পুলিশ লাঠিচার্জ করেছে। আজ বৃহস্পতিবার দুপুরে নগরের নাসিমন ভবনে দলীয় কার্যালয়ের সামনে এ ঘটনা ঘটে।
জানা যায়, চট্টগ্রাম মহানগর, উত্তর ও দক্ষিণ জেলা যুবদলের উদ্যোগে সারাদেশে দ্রব্যমূল্যের অস্বাভাবিক মূল্যবৃদ্ধির প্রতিবাদে বিক্ষোভ সমাবেশে পুলিশ লাঠিপেটা করেছে। তবে কেউ হতাহত হননি বলে জানা গেছে।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্র জানায়, দুপুরে দলীয় কার্যালয়ের সামনে বিক্ষোভ সমাবেশ শেষ হওয়ার পর কর্মীরা নুর আহমদ সড়কের সামনে অবস্থান নেন। এতে ব্যস্ততম এ সড়কে যানজটের সৃষ্টি হয়। দুই পাশে আটকে পড়ে গাড়ি। তখন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা সড়কের ওপর থাকা যুবদল নেতা কর্মীদের সরে যেতে বলেন এবং তাদের গালিগালাজ করেন। এতে কয়েকজন ক্ষিপ্ত হয়ে পুলিশ সদস্যদের লক্ষ্য করে ইটপাটকেল ছুড়তে থাকেন। তখন পুলিশ সদস্যরা সড়কের ওপর থাকা কর্মীদের লাঠিপেটা শুরু করেন।
কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নেজাম উদ্দিন জানান, সমাবেশ শেষ হওয়ার পর কর্মীরা সড়কের ওপর এসে জড়ো হন। এতে যানজট লেগে যাওয়ায় শঙ্কা ছিল। তাই সড়ক থেকে সরে যেতে বললে কয়েকজন ইটপাটকেল ছোড়ার চেষ্টা করেন। পরে পুলিশ সবাইকে সড়ক থেকে সরিয়ে দেয়। পাল্টাপাল্টি ধাওয়া কিংবা কোনো ধরনের সংঘর্ষের ঘটনা ঘটেনি।
এর আগে সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিএনপির যুগ্ম মহাসচিব হাবিব উন নবী সোহেল। তিনি বলেন, ‘৭৪-এর লঙ্গরখানার লম্বা লাইনের কথা আমাদের স্মরণ করিয়ে দিচ্ছে আজকের টিসিবির লম্বা লাইন। আওয়ামী লীগের চরিত্র ঠিক আগের মতোই আছে। পার্থক্য শুধু এখন ডিজিটালে চুরি করে। আমাদের সংসদে আজ গরিব–দুঃখী মানুষের ভাগ্য উন্নয়নের আলোচনার পরিবর্তে গানবাজনা হয়। আমাদের বিনা ভোটের এমপি–মন্ত্রীদের কথাবার্তা দেশবাসীর হাসির খোরাক।’
বিশেষ অতিথির বক্তব্যে চট্টগ্রাম মহানগর বিএনপির আহ্বায়ক শাহাদাত হোসেন বলেন, ‘মানুষের গণতান্ত্রিক অধিকার, কথা বলার অধিকার সর্বোপরি ভোটাধিকার ফিরিয়ে আনতে আমাদের ঐক্যবদ্ধ হয়ে রাজপথে গণজোয়ার সৃষ্টি ছাড়া কোনো বিকল্প নেই। নগর যুবদলের সভাপতি মোশাররফ হোসেনের সভাপতিত্বে সভায় অন্যদের মধ্যে বক্তব্য দেন কেন্দ্রীয় যুবদলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক নুরুল ইসলাম, চট্টগ্রাম উত্তর জেলা যুবদলের সভাপতি মোহাম্মদ শাহজাহান, নগর যুবদলের সাধারণ সম্পাদক মুহাম্মদ শাহেদ প্রমুখ।

