ডায়ালসিলেট ডেস্ক ::জবান উল্লাহ হাফিজিয়া মাদ্রাসা ও প্রাইমারী এন্ড হাইস্কুলের উদ্যোগে ইসালে সাওয়াব রবিবার ১৩ মার্চ টেংরা বাঘমারা গ্রামে দুপুর ১২ টা থেকে মধ্যরাত পর্যন্ত অনুষ্ঠিত হবে।এতে সভাপতিত্ব করবেন যুক্তরাজ্য প্রবাসী ও জবান উল্লাহ হাফিজিয়া মাদ্রাসা ও প্রাইমারী এন্ড হাইস্কুলের প্রতিষ্টাতা আলহাজ্ব মো.আকরম আলী,প্রধান অথিতি হিসাবে উপস্থিত থাকবেন,আওলাদে ওলী হযরতুল আল্লামা হুছাম উদ্দিন চৌধুরী,ছাহেব জাদায়ে ফুলতলী,প্রধান বক্তা হিসাবে উপস্থিত থাকবেন হযরত মাওলানা আনিছুর রহমান গাজীপুর, প্রধান আকষর্ন হিসাবে উপস্থিত থাকবেন, হযরত মাওলানা ওলিউর রহমান শফিকী, এতে আরও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন, হযরত মাওলানা মুশাহিদ আলী জিহাদি, হাফিজ ক্বারী মাওলানা আব্দুল কাদির, হযরত মাওলানা আব্দুস সালাম আজাদী, হযরত মাওলানা হা:জয়নাল আবেদীন,হযরত মাওলানা মোশাররফ হোসাইন, হযরত মাওলানা ক্বারী আব্দুল কাইয়ুম, হাফিজ ক্বারী আকবর আলী, এত আরও ওয়াজ করবেন উলামায়ে কেরামগন |
Thank you for reading this post, don't forget to subscribe!জবান উল্লাহ হাফিজিয়া মাদ্রাসা ও প্রাইমারী এন্ড হাইস্কুলের উদ্যোগে ইসালে সাওয়াব রবিবার
Bysohel ahmed
মার্চ ১২, ২০২২
