ডায়াল সিলেট ডেস্ক ॥ কুলাউড়া পৌর শহরে ফুটপাত দখলমুক্ত করতে উচ্ছেদ অভিযান ও জরিমানা আদায় করেছেন ভ্রাম্যমাণ আদালত। মঙ্গলবার ১৫ মার্চ দুপুরে দুই ঘন্টাব্যাপী পৌর শহরে এ অভিযান পরিচালনা করা হয়।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, শহরের ফুটপাতে অবৈধ পার্কিং, হকারদের দখল ও দোকানের বাহিরে সড়কের ওপর ব্যবসায়ীরা পণ্য রাখায় জনসাধারণের চলাচলে বিঘ্ন ও তীব্র যানজটের সৃষ্টি হচ্ছে। মঙ্গলবার উপজেলা সহকারি কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সজল মোল্লা, পৌর মেয়র অধ্যক্ষ সিপার উদ্দিন আহমদ ও কুলাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বিনয় ভূষণ রায়ের নেতৃত্বে ফুটপাত উচ্ছেদে পৌর শহরে অভিযান পরিচালনা করেন ভ্রাম্যমাণ আদালত। অভিযানে শহরের উত্তরবাজার থেকে দক্ষিণবাজার পর্যন্ত ফুটপাত ও সড়ক দখল করে অবৈধ পার্কিং, হকার এবং ব্যবসা প্রতিষ্ঠানের রাখা পণ্য উচ্ছেদ করা হয়। এসময় সরকারি সড়ক দখল করে জনসাধারণের চলাচলে বিঘ্ন সৃষ্টি করায় ৫টি মামলায় ১৩ হাজার টাকা অর্থদণ্ড করা হয়।
নির্বাহী ম্যাজিস্ট্রেট সজল মোল্লা অভিযানের সত্যতা নিশ্চিত করে বলেন, শহরের যানজট নিরসন ও জনসাধারণের দুর্ভোগ লাঘবে অভিযান পরিচালনা করা হয়। অভিযানে পৌর আইনে ৫জন ব্যবসায়ীকে জরিমানা করা হয়। দোকানের পণ্য প্রতিষ্ঠানের বাহিরে সরকারি ফুটপাত ও সড়কে যেন না রাখেন সে ব্যাপারে ব্যবসায়ীদের সতর্ক করে দেওয়া হয়।

