মনজু চৌধুরী॥ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০২তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস পালন করেছে মৌলভীবাজার জেলা প্রশাসন ও সর্বস্থরের জনসাধারণ।
এ উপলক্ষে বৃহস্পতিবার ১৭ মার্চ সকাল ১০টায় স্থানীয় শহীদ মিনার প্রাঙ্গণে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের অস্থায়ী প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পন করা হয়। এ সময় ফুল দিয়ে শ্রদ্ধা জানান, মৌলভীবাজার-৩ আসনের সংসদ সদস্য নেছার আহমদ, জেলা প্রশাসক মীর নাহীদ আহসান, জেলা পরিষদের চেয়ারম্যান মিছবাহুর রহমান, পুলিশ সুপার মোহাম্মদ জাকারিয়া, মৌলভীবাজার পৌরসভার মেয়র মোঃ ফজলুর রহমান, সদর উপজেলা চেয়ারম্যান মোঃ কামাল হোসেন, এম এ রহিম সি আই পি,সাবেক জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার জামাল উদ্দিন সহ অন্যন্যরা।
এছাড়াও জেলা যুবলীগ সাধারণ সম্পাদক রেজাউল করিম সুমন,  পৌর আওয়ামীলীগ, জেলা কৃষকলীগ, আনসার ও ভিডিপি, সিভিল সার্জন অফিস, যুব উন্নয়ন অধিদপ্তর, জেলা মহিলা সংস্থা, আলহাজ মখলিছুর রহমান ডিগ্রি কলেজ, মৌলভীবাজার সরকারী উচ্চ বিদ্যালয়, আলী আমজদ সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়, দি ফ্লাওয়ার্স কেজি এন্ড হাই স্কুল, হাফিজা খাতুন বালিকা উচ্চ বিদ্যালয় সহ বিভিন্ন সামাজিক, রাজনৈতিক, সাংস্কৃতিক সংগঠন ও ব্যক্তিবর্গ প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পন করেন।
জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উপলক্ষ্যে আলোচনা সভা, শিশু-কিশোরদের প্রতিযোগীতা, ধর্মীয় প্রতিষ্ঠানে মোনাজাত ও প্রার্থনা, গাছের চারা বিতরণ, সাংস্কৃতিক অনুষ্ঠান সহ বিভিন্ন কর্মসূচির গ্রহন করা হয়েছে।

Thank you for reading this post, don't forget to subscribe!

0Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *