মনজু চৌধুরী॥ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০২তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস পালন করেছে আলহাজ্ব মো. মখলিছুর রহমান ডিগ্রী কলেজ। ১৭ মার্চ বৃহস্পতিবার জাতীয় শিশু দিবস ও জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম দিন উপলক্ষে সদর উপজেলার নাজিরাবাদ ইউনিয়নের রাতগাঁও আলহাজ্ব মো: মখলিছুর রহমান ডিগ্রী কলেজ কর্তৃক আয়োজিত আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত। সভার শুরুতে নতুন জাতীয় পতাকা উত্তোলন ও ঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করা হয়।
কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ আব্দুল্লাহ আল ফারুক সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলেজের প্রতিষ্ঠাতা ও গভর্নিংবডির সভাপতি আলহাজ্ব এম. এ. রহিম সিআইপি।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দাতা সদস্য মুজিবুর রহমান,সিনিয়র আইনজীবী ও অত্র কলেজের বিদোৎসাহী সদস্য কিশোরী পদ দেব শিক্ষক, শিক্ষিকা, ছাত্র, ছাত্রী ও অভিভাবকবৃন্দ। বক্তব্য রাখেন প্রভাষক অর্ধেন্দু বিকাশ দে, প্রভাষক নিরুপম দাশ, প্রভাষক কাকলী ভট্টাচার্য, প্রভাষক জনাব জাকির হোসেন, প্রভাষক জনাব সামছুল মিয়া ও প্রভাষক জনাব সুদীপ ভট্টাচার্য।
বিজয় দিবস উপলক্ষে ক্রীড়ার পুরষ্কার বিতরণী ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয় । এম. এ. রহিম সিআইপি বলেন ছাত্র ছাত্রীদেরকে বঙ্গবন্ধুর আদর্শে উজ্জীবিত হয়ে মানবিক মানুষ হয়ে জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করার আহ্বান জানান ।
তিনি আরো বলেন–ইতিহাসে তিনিই অমর, যিনি তাঁর স্বপ্নের বাস্তবায়নের মাধ্যমে ইতিহাস সৃষ্টি করেন এবং জাতিকে স্বপ্ন দেখান। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাঙালির স্বাধীনতার স্বপ্ন দেখেছিলেন। পাশাপাশি একটি সোনার বাংলা গড়ে তোলার স্বপ্নও দেখেছিলেন। তিনি দুঃখী মানুষের মুখে হাসি ফোটানোর জন্য প্রতিটি পদক্ষেপে রাজনৈতিক সংগ্রাম ও কর্মের মধ্য দিয়ে যে দর্শন, নীতি ও আদর্শ আমাদের সামনে রেখে গেছেন তা অতুলনীয়।


