মনজু চৌধুরী: মৌলভীবাজার জেলায় ৭২ হাজার ৪২৬ জন কাডধারীর মধ্যে টিসিবির পণ্য বিক্রয় কাজের উদ্ধোধন অনুষ্ঠিত হয়েছে। ২০ মার্চ রোববার সকাল ১০টায় মৌলভীবাজার সদর উপজেলার সাত নং চাঁনীঘাট ইউনিয়ন পরিষদ কার্যালয়ে টিসিবি পণ্য বিক্রি কাজের উদ্ধোধন করেন মৌলভীবাজার-৩ আসনের সাংসদ নেছার আহমদ। এ সময় উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মীর নাহিদ আহসান,পুলিশ সুপার মোহাম্মদ জাকারিয়া, সদর উপজেলার নিবার্হী কর্মকর্তা সাবরীনা রহমান,চাঁদনীঘাট ইউনিয়ান পরিষদের চেয়ারম্যান আখতার উদ্দিন, পৌরসভার প্যানেল মেয়র মো: নাহিদ হোসেন,কাউন্সিলর জালাল আহমদ,কাউন্সিলর ফয়সল আহমদ,পৌরসভার নিবার্হী প্রকৌশলী সৈয়দ নকিবুর রহমান প্রমুখ।
উদ্ধোধনী দিনে মৌলভীবাজার সদর উপজেলায় নিম্ন আয়ের ১০ হাজার ৩ জনকে টিসিবির পণ্য দেওয়া হবে। তবে রমজান মাসে এ উপজেলায় দুই ধাপে সুবিধাভোগিদের নির্ধারিত কার্ডের মাধ্যমে ৪ হাজার ১৪৭ জনকে টিসিবির পণ্য দেওয়া হবে। এছাড়াও প্রধানমন্ত্রীর দেওয়া দুই হাজার ৫ শো টাকা করে যারা পেয়েছেন তাদের মধ্যে আরও ৫ হাজার ৮৫৬ জনকে টিসিবির পণ্য দেওয়া হবে। এতে এ উপজেলায় ১০ হাজার ৩ ব্যক্তি পাবে এ টিসিবির পণ্য।

