মনজু চৌধুরী॥ মৌলভীবাজারে হযরত সৈয়দ শাহ মোস্তফা (র:) পৌর ঈদগাহের ভেতর খেঁজুর গাছের চারা ও ফুলের চারা রোপন করা হয়েছে।
রোববার ১ মে বাদ আছর ঈদগাহের সম্মুখ ভাগে খেঁজুর গাছের চারা ও ফুলের চারা রোপন করেন জেলা প্রশাসক মীর নাগিদ আহসান, পুলিশ সুপার মোহাম্মদ জাকারিয়া ও পৌর মেয়র মোঃ ফজলুর রহমান।
এ সময় উপস্থিত ছিলেন, সমাজসেবী মোঃ ইউসুফ আলী, আব্দুল খালিক, সিনিয়র সাংবাদিক এস এম উমেদ আলী, সমাজসেবী মোঃ ইলিয়াস, পৌরসভার কর্মকর্তা ও গন্যমাণ্য ব্যার্ক্তিবর্গরা।
ঈদগাহের সম্মুখ ভাগে অতিথি ও পৌর মেয়র ৪টি খেঁজুর গাছের চারা সহ ফুলের চারা রোপন করেন। পরে শুকরিয়া আদায় করে দোয়া মোনাজাত করেন সৈয়দ শাহ মোস্তফা (র:) দরগা মসজিদের ইমাম মাওলানা শামীম আহমদ।
পৌর মেয়র মোঃ ফজলুর রহমান বলেন, সম্প্রসারিত অংশের দৃষ্টি নন্দন নির্মাণ শৈল্পিক কারুকার্য শেষে বর্ণিল আয়োজনে প্রস্তুত সিলেট বিভাগের অন্যতম ঈদগাহ। ইসলামী স্থাপত্যশৈলী অনুকরণে দৃষ্টি নন্দন কারুকার্যে বর্ধিত অংশের নির্মাণ ও সংস্কার কাজ শেষ হওয়ায় আর্কষণীয় হয়ে উঠেছে। ঈদকে সামনে রেখে আলোক সজ্জা করা হয়েছে। ঈদগাহের কাজ শেষ হওয়ায় বিভিন্ন স্থান থেকে দর্শনার্থীরা ভীর জমাচ্ছেন। প্রায় ১৫৮ শত জায়গার উপর নির্মিত দৃষ্টিনন্দন ঈদগাহ ময়দান। প্রায় ১৫-২০ হাজার মুসল্লিরা একসাথে ঈদের জামাত আদায় করতে পারবেন।
মঙ্গলবার ২ মে পবিত্র ঈদুল ফেতরের তিনটি জামাত অনুষ্ঠিত হবে। সকাল সাড়ে ৬ টায় প্রথম জামাত সাড়ে ৭ টায় দ্বিতীয় জামাত, সাড়ে ৮ টায় তৃতীয় জামাত অনুষ্ঠিত হবে।

Thank you for reading this post, don't forget to subscribe!
0Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *