১২ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ

সিলেট হকার্স মার্কেটে আগুন

 

ষ্টাফ রিপোর্টার :: সিলেট নগরীর লালদীঘির হকার্স মার্কেটে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। সোমবার ভোর রাত পনে চারটার দিকে এ ঘটনা ঘটে। এসময় মার্কেটের বেশ কয়েকটি দোকানে একাধারে আগুন লেগে যায়। খবর পেয়ে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স এর ৯টি ইউনিট আগুন নেভানোর চেষ্টা করে।

 

স্থানীয় একালাবাসী এসময় আগুন নেভানোর চেষ্টা চালিয়ে যাচ্ছেন। তবে ব্যবসায়ীদের আশঙ্কা আগুনে মার্কেটের ক্ষয়ক্ষতি কয়েক কোটি টাকার মালামাল হবে বলে জানান। এতে অনেক ব্যবসায়ী তাদের স্বর্বত্র হারিয়ে যাওয়ার আশংক্ষাও রয়েছে।

 

আর যেসব দোকানে আগুন ছড়ায়নি সেসব দোকানের মালিক ও কর্মীরা তাদের মালামাল নিরাপত্তা স্থানে সরিয়ে নিচ্ছেন।

 

 

এসময় ফায়ার সার্ভিসের এক কর্মকর্তারা জানান, খবর পেয়ে ফায়ার সার্ভিসের ৯টি ইউনিট আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করছে। আরও কয়েকটি টিম বিভিন্ন এলাকা থেকে আসছে। অগ্নিকান্ডের মূল সূত্রপাত এখনো জানা যায়নি।

 

 

0Shares
`);printWindow.document.close(); }) .catch(error => console.error("Error loading print page:", error)); }); });