মনজু চৌধুরী: কুলাউড়ায় পুলিশের গোয়াল ঘর থেকে ৩টি গরু নিয়ে নিয়ে গেছে চোর। এ ঘটনায় মামলা হলেও চুরি হওয়া গরুগুলো উদ্ধার করতে পারেনি পুলিশ।
Thank you for reading this post, don't forget to subscribe!চুরির ঘটনায় কুলাউড়া থানায় বৃহস্পতিবার ১২ মে পুলিশের বড় ভাই সিদ্ধার্থ শংকর দেব রায় মামলা দায়ের করেছেন। মামলায় চোরি হওয়া গরুর মুল্য আনুমানিক মূল্য এক লাখ পঁচাশি হাজার টাকা বলে মামলায় উল্লেখ করেন বাদী।
জানা গেছে, উপজেলার ব্রাহ্মণবাজার ইউনিয়নের মির্জাপুর গ্রামের পুলিশের এসআই সজিব দেব রায় ও তাঁর বড় ভাই সিদ্ধার্থ শংকর দেব রায়ের গোয়াল ঘর থেকে ষাঁড়সহ তিনটি গরু মঙ্গলবার গভীর রাতে চুরি হয়। পরদিন সকালে গরু ছাড়তে গিয়ে বিষয়টি জানাজানি হয়।
এ ঘটনায় এসআই সজিব দেব রায়ের বড় ভাই সিদ্ধার্থ শংকর দেব রায় কুলাউড়া থানায় একটি মামলা (নং- ১৫) দায়ের করেছেন। উল্লেখ্য, সজিব দেব রায় চট্টগ্রামের কক্সবাজারের উখিয়া থানায় এসআই হিসেবে কর্মরত রয়েছেন।
এদিকে, কয়েকমাসে ব্রাহ্মণবাজার ইউনিয়নের বিভিন্ন গ্রাম থেকে তিনটি মহিষসহ ২০-২৫টি গরু চুরির ঘটনা ঘটেছে। হঠাৎ করে চোরি বৃদ্ধি পাওয়ায় আতঙ্কে আছেন এলাকাবাসী। জনমনে আতঙ্ক ছড়িয়ে পড়েছে।

