২৬শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ

বিআরটিএ, সিলেট সার্কেল কার্যক্রমের গণশুনানি অনুষ্ঠিত

 

 

ডায়ালসিলেট ডেস্ক ::  বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ) সিলেট এর উদ্যাগে বিআরটিএ, সিলেট সার্কেল, সিলেট’র কার্যক্রম সম্পর্কে গণশুনানি অনুষ্ঠিত হয়েছে।

 

সোমবার (১৬ মে) দুপুরে সিলেট জেলা পরিষদ মিলনায়তনে এই গণশুনানি অনুষ্ঠিত হয়।

 

গণশুনানি গ্রহণে প্রাধান অতিথির বক্তব্য রাখেন বিআরটিএ এর চেয়ারম্যান নুর মোহাম্মদ মজুমদার। এছাড়াও আরো উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন সিলেটের অতিরিক্ত পুলিশ সুপার শাহরিয়ার বিন সালেহ, বিআরটিএ সিলেট এর উপ-পরিচালক মুহাম্মদ শহীদুল্লাহ্ কায়ছার, সহকারী পরিচালক মো. রিয়াজল ইসলাস, সিলেট বিআরটিএ এর মোটরজান পরিদর্শণ মাহবুর রাব্বানী।

 

সভায় দালাল মুক্ত বিআরটিএ করতে সকলের সহযোগিতা কামনা করেছেন। এসময় বিভিন্ন শ্রেণী পেশার মানুষ, চালক ও মালিক সমিতির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি