Thank you for reading this post, don't forget to subscribe!
ডায়ালসিলেট ডেস্ক :: সিলেট জেলা প্রেসক্লাবের প্রতিষ্ঠাকালীন সাধারণ সম্পাদক, বালাগঞ্জ সরকারি ডিগ্রি কলেজের অধ্যক্ষ লিয়াকত শাহ্ ফরিদীর মাতা ও মরহুম শাহ্ ইরফান আলীর সহধর্মিণী রহিমা খানম (৮০) ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
শনিবার (২১ মে) বিকেল সাড়ে ৪টায় ওসমানীনগর উপজেলার সাদিপুর ইউনিয়নের ফকিরাবাদ গ্রামের বাড়ি থেকে ক্লিনিকে নেওয়ার পথে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। ৮০ বছর বয়সে মৃত্যুকালে তিনি এক ছেলে ও এক মেয়েসহ অসংখ্য আত্মীয়স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।
মরহুমার জানাজার নামাজ রোববার (২২ মে) সকাল ১১টায় ফকিরাবাদ শাহী ঈদগাহ মাঠে অনুষ্ঠিত হবে। এতে সকলের উপস্থিতি কামনা করেছেন সাংবাদিক লিয়াকত শাহ্ ফরিদী।
এদিকে, সিলেট জেলা প্রেসক্লাবের জ্যেষ্ঠ সদস্য লিয়াকত শাহ্ ফরিদীর মায়ের মৃত্যুতে শোক প্রকাশ করেছে সিলেট জেলা প্রেসক্লাব।
এক শোকবার্তায় প্রেসক্লাবের সভাপতি আল আজাদ ও সাধারণ সম্পাদক ছামির মাহমুদ মরহুমার আত্মার শান্তি ও মাগফিরাত কামনা করেছেন। তারা শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।

