ডায়াল সিলেট ডেস্ক: শ্রীমঙ্গল থানা পুলিশের বিশেষ অভিযানে সাজা পরোয়ানাভুক্ত ০৪ জনসহ মোট ০৬ পরোয়ানাভুক্ত আসামী গ্রেফতার।
Thank you for reading this post, don't forget to subscribe!মাননীয় পুলিশ সুপার, মৌলভীবাজার মহোদয়, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস্), মৌলভীবাজার মহোদয় এবং অফিসার ইনচার্জ শ্রীমঙ্গল থানা সাহেবের সার্বিক দিক নির্দেশনা মোতাবেক ১৭/০৭/২০২৩ইং তারিখ শ্রীমঙ্গল থানার অফিসার ফোর্সের বিশেষ অভিযানে সাজা পরোয়ানাভুক্ত ০৪ জনসহ মোট ০৬ পরোয়ানাভুক্ত আসামী গ্রেফতার হয়।
গ্রেফতারকৃত আসামীরা হলেনঃ-১। জিআর-৯২/১৬ (শ্রী:) মামলায় ০২(দুই) বছরের সশ্রম কারাদন্ড প্রাপ্ত আসামী জাবেদ মিয়া,
২। সিআর-১৪১/২১ (কমল) মামলায় ০১ (এক) বছরের বিনাশ্রম কারাদন্ড এবং ১১,০০,০০০/-(এগার লক্ষ) টাকা জরিমানা দন্ডে দন্ডিত আসামী জুটন দেব,
৩। সিআর-২২৭/১৯ (শ্রী:) মামলায় ০১ (এক) মাসের বিনাশ্রম কারাদন্ড এবং ৬২,৭০০/-(বাষট্টি হাজার সাতশত) টাকা জরিমানা দন্ডে দন্ডিত আসামী বুদ্ধ দেব কৃষ্ণ দাস।
৪। সিআর-৫৬/২০ (শ্রী:) মামলায় ৭৭,০০০/-(সাতাত্তর হাজার) টাকা অর্থদন্ডে দন্ডিত এবং অনাদায়ে ১৫ (পনের) দিনের বিনাশ্রম কারাদন্ড প্রাপ্ত আসামী লিটন শীল,
৫। সিআর-২৭১/১৯ (শ্রী:) এর পরোয়ানাভুক্ত আসামী মোঃ জাবেদ মিয়া,
৬। সিআর-৬৭/২৩ (শ্রী:) এর পরোয়ানাভুক্ত আসামী সজিব হোসেন।

