ডায়াল সিলেট ডেস্ক :: সিলেটে একসাথে চার সন্তানের জন্ম দিয়েছেন ফৌজিয়া বেগম এক গৃহবধূ। গতকাল বৃহস্পতিবার রাতে সিলেট উইমেন্স মেডিকেল কলেজ হাসপাতালে অস্ত্রোপচারের মাধ্যমে তাদের জন্ম হয়। চার নবজাতকই মেয়ে সন্তান।
Thank you for reading this post, don't forget to subscribe!
ফৌজিয়া বেগম সিলেটের কানাইঘাট উপজেলার রাজাগঞ্জ গ্রামের রুহুল আমিনে স্ত্রী।
শুক্রবার হাসপাতালের তথ্য কর্মকর্তা মিনহাজ ফয়সাল আজকের পত্রিকাকে বিষয়টি নিশ্চিত করেছেন।
জানা যায়, বৃহস্পতিবার সকালে ফৌজিয়া বেগমকে সিলেট উইমেন্স মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। পরে এদিন রাত ৮টায় হাসপাতালের গাইনি বিভাগের সহকারী অধ্যাপক লুবনা ইয়াসমিনের তত্ত্বাবধানে তার অস্ত্রোপচার করা হলে চারটি সন্তানের জন্ম হয়।
পরে চার শিশুকে নবজাতক নিবিড় যত্ন ইউনিটে (এনআইসিইউ) রাখা হয়। বর্তমানে চার নবজাতকই আশঙ্কামুক্ত ও প্রসূতি মা ফৌজিয়া বেগমও সুস্থ আছেন বলে জানায় হাসপাতাল কর্তৃপক্ষ।

