Thank you for reading this post, don't forget to subscribe!
ডায়াল সিলেট ডেস্ক :: অঘোষিত ফাইনাল ম্যাচে শুরুতেই চাপে বাংলাদেশ। ৩ বলের ব্যবধানে ২ উইকেট হারিয়ে বিপাকে টাইগাররা। স্কোর বোর্ডে ৩১ রান জমা করতেই সাজঘরে প্রথম সারির ৩ ব্যাটসম্যান।
আরব আমিরাতের মতো তুলনামূলক দুর্বল প্রতিপক্ষের সঙ্গে খেলতে নেমেই বিপাকে বাংলাদেশ দল। ইনিংসের শুরুতেই টাইগারদের ব্যাটিং বিপর্যয়।
স্কোর বোর্ডে ৩১ রান জমা হতেই সাজঘরে ফেরেন তিন তারকা পারভেজ হোসেন ইমন, অধিনায়ক লিটন কুমার দাস ও তাওহিদ হৃদয়।আরব আমিরাতের শারজা স্টেডিয়ামে ম্যাচটি অনুষ্ঠিত হচ্ছে।
ইতোমধ্যে দুই দল একটি করে ম্যাচ জিতে সমানে সমান। গত শনিবার সিরিজের প্রথম ম্যাচে পারভেজ হোসেন ইমনের সেঞ্চুরিতে ভর করে ৭ উইকেটে ১৯১ রান করে ২৭ রানে জয় পায় বাংলাদেশ।
গত সোমবার সিরিজের দ্বিতীয় ম্যাচে রেকর্ড ২০৫ রান করেও শ্বাসরুদ্ধকর ম্যাচে হেরে যায় টাইগাররা। আজকের ম্যাচটি তাই উভয় দলের জন্যই গুরুত্বপূর্ণ। এই ম্যাচে যারা জিতবে তারা সিরিজ নিশ্চিত করার সুযোগ পাবে।
আজ অঘোষিত ফাইনাল ম্যাচ জিতে উভয় দল সিরিজ নিশ্চিত করতে চায়।
