ডায়ালসিলেট ডেস্ক::
Thank you for reading this post, don't forget to subscribe!হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ উপজেলার নূরপুর ইউনিয়নের শ্রীরামপুর হাফিজিয়া মাদরাসার দুই ছাত্র নিখোঁজের ৪ দিন পর তাদেরকে ঢাকা থেকে উদ্ধার করেছে পুলিশ।
আজ বুধবার (২৮ অক্টোবর) দুপুরে এ তথ্য নিশ্চিত করেছেন শায়েস্তাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অজয় চন্দ্র দেব।
জানা যায়, গত ২৪ অক্টোবর বিকেলে মাদ্রাসা প্রাঙ্গণে খেলাধুলা করার পর কাউকে কিছু না বলে দুই মাদরাসাছাত্র মো. শিবলু মিয়া (১৩) ও মো. মেহেদী হাসান (১১) মাদরাসা থেকে চলে যায়। পরিবারের পক্ষ থেকে সম্ভাব্য সকল স্থানে খোঁজ করেও তাদেরকে পাওয়া যায়নি। পরদিন ২৫ অক্টোবর শিবলু মিয়ার চাচা আলা উদ্দিন মিয়া থানায় সাধারণ ডায়েরি করেন। এরপর পুলিশ তাদের খোঁজে বিভিন্ন থানায় বার্তা পাঠায়। অবশেষে ঢাকার একটি পথশিশু সংগঠন তাদের পেয়ে স্থানীয় থানায় যোগাযোগ করে। খবর পেয়ে এসআই মো. মফিজুল হক ঢাকা থেকে দুই ছাত্রকে উদ্ধার করেন।
উদ্ধার হওয়া ছাত্র শিবলু মিয়া উপজেলার নুরপুর ইউনিয়নের নোয়াহাটি গ্রামের সাহাবুদ্দিনের ছেলে ও মেহেদী হাসান বানিয়াচং উপজেলার সুজাতপুর গ্রামের নুরুজ আলীর ছেলে।
শায়েস্তাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অজয় চন্দ্র দেব জানান, দুই মাদরাসাছাত্র মো. শিবলু মিয়া ও মো. মেহেদী হাসানকে তাদের পরিবারের জিম্মায় দেওয়া হয়েছে।

