নিজস্ব প্রতিবেদক ::  সিলেটে বন্দরবাজার পুলিশ ফাঁড়িতে রায়হান উদ্দিনকে (৩০) নির্যাতন করে হত্যায় জড়িত বরখাস্ত এসআই আশিক এলাহীকে আজ গ্রেপ্তার দেখিয়ে আদালতে তুলা হয়। একই সাথে ২য় বার আদালতে তোলা হয় হারুনুর রশীদকেও।

আজ বৃহস্পতিবার(২৯ অক্টোবর২০২০ইং) দুপুরে আদালতে আশিক এলাহিকে হাজির করে ৭ দিনের রিমান্ডের আবেদন চাওয়া হলে বিজ্ঞ আদালত ৫ দিনের রিমান্ড মঞ্জুর করেন। অপরদিকে ৫ দিনের রিমান্ড শেষে পুলিশের আরেক কর্মকর্তা হারুনুর রশীদকে আদালতে তুলে আরোও ৫ দিনের রিমান্ড আবেদন করলে আদালত ৩ দিনের রিমান্ড মঞ্জুর করেন। এই নিয়ে এই মামলায় ৩ জনকে গ্রেপ্তার দেখিয়ে রিমান্ডে নেয়া হয়।

মামলার প্রধান অভিযুক্ত এস আই আকবর ভুইয়া এখনো পলাতক রয়েছে অভিযান অব্যাহত রয়েছে।

উল্লেখ্য, রায়হান হত্যার ঘটনায় নিহতের স্ত্রী বাদী হয়ে কোতোয়ালি থানায় হত্যা মামলা দায়ের করার পর আকবরসহ ৪ পুলিশ সদস্যকে বরখাস্ত ও ৩ জনকে প্রত্যাহার করা হয়। মামলাটির তদন্ত করছে পুলিশ ব্যূরো অব ইনভেস্টিগেশন (পি বি আই)

0Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *